দেশের গান জাগরণের গানের প্রকাশনা অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

খড়িমাটি ও অনিকেত খেলাঘর আসরের উদ্যোগে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নিবেদন গতকাল বুধবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জিপিএইচ ইস্পাতের সহযোগিতায় শিল্পী শাহরিয়ার খালেদ সম্পাদিত ‘দেশের গান জাগরণের গানে’র সংকলনের প্রকাশনা অনুষ্ঠান কবি ও নাট্যজন অভীক ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন, অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, ব্যারিস্টার মনোয়ার হোসেন, শাহরিয়ার খালেদ ও কবি ইউসুফ মুহম্মদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ সাহিদুর রহমান ও জামিলা রহমান। বক্তারা বলেন, প্রকাশিত সংকলনটিতে এদেশের মুক্তিসংগ্রামে যে গানগুলি বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিপাগল মানুষকে প্রেরণা যুগিয়েছে ও গত শতকের বিভিন্ন আন্দোলন সংগ্রামে রচিত গণসঙ্গীত ও জাগরণের গানগুলি স্থান পেয়েছে। বইটিতে সন্নিবেশিত গানগুলি বর্তমান ও আগামী প্রজন্মের শিল্পীদের উদ্বুদ্ধ করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। সঙ্গীত আয়োজনে অংশ নেন শিল্পী আবদুর রহিম, শাহরিয়ার খালেদ, অধ্যাপক লাকী দাশ, সুতপা চৌধুরী মুমু। শেষে দলীয় সঙ্গীত পরিবেশন করেন সৃজামি সাংস্কৃতিক অঙ্গন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে ৩ হাজার মিটার ভাসা জাল জব্দ
পরবর্তী নিবন্ধ৬ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে স্বাধীনতা স্মারক পদক দিচ্ছে চসিক