দেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে

রাঙ্গুনিয়ায় ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১১:২৫ পূর্বাহ্ণ

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের এক ও দুই নম্বর ওয়ার্ড যুবদলছাত্রদলের আয়োজনে সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকালে ইউনিয়নের মীরেরখীল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মুহাম্মদ সেলিম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।

তিনি বলেন, বিএনপি জনগণের দল। দেশের মানুষের সেবা করাই বিএনপির রাজনীতির মূলমন্ত্র। দেশ এবং দেশের মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমান কর্তৃক উপস্থাপিত একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের আহবায়ক মুহাম্মদ জামাল উদ্দিন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেল, মহিবুল্লাহ মারুফী, মো. সবুজ, শোয়াইব কাদের, খায়রুল ইসলাম, আহমদ ছাফা, মো. ইদ্রিস, মো. জাহেদ, মো. জামাল, মো. দিফার, কাজী সোহান, কপিল চৌধুরী, আবদুর রহমান, তৌসিফ চৌধুরী, ইমরান, সাজিদ, মান্না, সালাউদ্দিন, আবু সুফিয়ান, শাহাবুদ্দীন, মো. সিফাত, মো. এরফান রাসেল, মো. সাইফুল, মো. মুজিব, মো. জুলফিকার আলি মো. নাজিম, আবু বক্কর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধবান্দরবানে এপেক্স ক্লাব অব সাঙ্গুর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি