দেশের কথাসাহিত্যে এখন নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রাম

চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা

| শুক্রবার , ২৮ জানুয়ারি, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

বাংলা একাডেমি পুরস্কারে কথাসাহিত্য বিভাগে মনোনীত কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। এতে বক্তারা বলেন, বাংলাদেশের কথাসাহিত্যে এখন নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম তথা বাংলাদেশের সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। তিনি একাধারে সাহিত্যিক সাংবাদিক গবেষক। তাঁর এই পুরস্কারপ্রাপ্তিতে চট্টগ্রাম প্রেস ক্লাবও গর্বিত। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাংস্কৃতিক সম্পাদক কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী দুই বাংলার সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করে বিশ্বজিৎ চৌধুরী বলেন, রাজধানীর বাইরে থেকে সাহিত্যচর্চা করা সত্যিই কঠিন কাজ। যদিও কোনো লেখক পুরস্কারের আশায় লেখালেখি করেন না, এরপরও পুরস্কার প্রাপ্তির আনন্দটাই আলাদা। পুরস্কার হচ্ছে প্রতিটি লেখকের বাড়তি প্রাপ্তি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজা, ওমর কায়সার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু আবৃত্তি স্মারক পেলেন চট্টগ্রামের ৪ বরেণ্য আবৃত্তিশিল্পী
পরবর্তী নিবন্ধএনসিসি ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা