জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। রাস্তা–ঘাট, ব্রীজ–কালভার্ট, ডিপ টিউবওয়েল, সোলার লাইট স্থাপন ও বাড়ির ঘাটা পাকাসহ গ্রাম পর্যায়ে উন্নয়নের যে ছোঁয়া লেগেছে এ উন্নয়নে গ্রাম এখন শহরে রূপ নিয়েছে। দেশের এ উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভরসা রাখতে হবে। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
গতকাল উপজেলার জিরি মহিরা ক্ষেত্রপাল বিগ্রহ বাড়ি সড়ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান তিমির বরন চৌধুরী, জেলা পরিষদ সদস্য দেব্রবত দাশ, আবদুল্লাহ আল হারুন, আজিমুল হক, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খাঁন টিপু, এম এজাজ চৌধুরী, রবিউল আলী, মিজানুর রহমান, সুজিত কান্তি গুপ্ত, পুলিন বিহারী আইচ, এডভোকেট বাদল কান্তি সরকার, বাদল চৌধুরী, শমু্ভ বিশ্বাস, অশোক বিশ্বাস, প্রকাশ দাশ অসিত, সুমন চৌধুরী, মাস্টার রিটন নাথ, শাহাজাহান বাহাদুর, সত্যজিৎ চৌধুরী টুলু, প্রশান্ত কুমার টিসু, লিটন চক্রবর্তী, মো. মহিউদ্দিন, জেবল হোসেন, বিভুতি শীল বিভু, আবদুল্লাহ আল নোমান, মো. শওকত, মো. আরিফ, হামিদ শিকদার রনি, দীপ্ত নাথ, বিজয় শীল প্রমুখ।