দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে কাজ করেন কর আইনজীবীরা

সভায় এটর্নি জেনারেল অ্যাডভোকেটআবু মোহাম্মদ আমিন

| শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামে নবীন বরণ ও ২০২২ সালে কর আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থী পরিচিতি সভা গত ২ ডিসেম্বর রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ বদিউজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও এটর্নি জেনারেল অব বাংলাদেশ অ্যাডভোকেট আবু মোহাম্মদ আমিন উদ্দীন। সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনীতিতে কর আইনজীবীরা চালিকা শক্তি হিসেবে কাজ করে। এখন থেকে প্রতিবছর বার কাউন্সিলসহ আইনজীবীদের সকল পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। তিনি কর আইনজীবীদের কেন্দ্রীয় কর কাউন্সিল গঠনের জন্য সরকারের কাছে প্রস্তাবনা দানের জন্য কর আইনজীবীদের অনুরোধ করেন। পূর্বের ন্যায় সকল আইনজীবীদের জন্য যাবতীয় ট্রেনিং সমূহ পুনরায় চালুর ঘোষণা দেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যা. মোহাম্মদ মুজিবুল, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি মো. এনায়েতউল্লাহ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.এইচ.এম.জিয়াউদ্দীন, আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাড. মেজবাহ উদ্দীন। প্রার্থী পরিচিতি তুলে ধরেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়শান্ত বিকাশ বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন ২০২২ সালে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী মো. নুর হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ ইফতেখার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারীর সক্ষমতাকে জাতীয় উন্নয়নে কাজে লাগাতে হবে : স্পিকার
পরবর্তী নিবন্ধগাউসুল আযম কনফারেন্স কাল