দেশে ৫ সপ্তাহ পর মৃত্যুহীন দিন

চট্টগ্রামে নতুন আক্রান্ত ৮

আজাদী ডেস্ক | সোমবার , ৮ আগস্ট, ২০২২ at ৬:৩৬ পূর্বাহ্ণ

পাঁচ সপ্তাহ পর কোভিডে মৃত্যুহীন আরেকটি দিন দেখেছে বাংলাদেশ। এছাড়া গত এক দিনে আরও ২১৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে চট্টগ্রামের রয়েছে ৮ জন।
বিডিনিউজের খবর থেকে জানা যায়, এর আগে সর্বশেষ ২৯ জুন কোভিডে মৃত্যুহীন দিন পেয়েছিল বাংলাদেশ। মাঝে কিছু দিন সংক্রমণ বেড়ে যাওয়ায় গত পাঁচ সপ্তাহে প্রতিদিনই কোথাও না কোথাও মৃত্যু থাকছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল ৮টা পর্যন্ত ৪ হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষা করে ২১৬ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে হয়েছে ৫ দশমিক ১০ শতাংশ। আগের দিন শনাক্তের হার ৫ দশমিক ৫৬ শতাংশ ছিল।
নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৭ হাজার ৩৩৫ জনে। আর গত একদিনে কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা আগের মতই ২৯ হাজার ৩০৪ জন রয়েছে।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদন থেকে জানা যায়, এন্টিজেন টেস্ট ও নগরীর পাঁচ ল্যাবরেটরিতে ১০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৮ জনের মধ্যে শহরের বাসিন্দা ৫ জন ও তিন উপজেলার ৩ জন। উপজেলার ৩ জনের মধ্যে মীরসরাই, সীতাকুন্ড ও পটিয়ায় একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৬০৩ জনে।

পূর্ববর্তী নিবন্ধভোটার নিবন্ধনের ছবি তুলতে এসে আটক যুবতী
পরবর্তী নিবন্ধশিল্পাঞ্চলভিত্তিক আলাদা সাপ্তাহিক ছুটির ভাবনা ব্যবসায়ীরাও একমত