দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৮ রোগী

চট্টগ্রাম শহরে আক্রান্ত এক

| রবিবার , ১০ এপ্রিল, ২০২২ at ৭:১৮ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২৩ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ। এই ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যু সংখ্যা ২৯ হাজার ১২৩ অপরিবর্তিত রয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ৯৩৩ জন। ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৪৯১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৬ শতাংশ।
চট্টগ্রামে শহরের একজন : চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ জনের নমুনায় ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ০ দশমিক ৪১ শতাংশ। তবে এ সময়ে শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে গতকাল পাঠানো রিপোর্টে এ তথ্য পাওয়া যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি ও নগরীর সাত ল্যাবে গত শুক্রবার ২৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলার একমাত্র শনাক্ত জীবাণুবাহক শহরের বাসিন্দা। ১৫ উপজেলার কোথাও একজন আক্রান্তও মিলেনি। জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৬ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে শহরের বাসিন্দা ৯২ হাজার ৯৫ জন ও গ্রামের ৩৪ হাজার ৫৩৮ জন।
শুক্রবার করোনায় শহর ও গ্রামে কোনো রোগির মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৪ জন ও গ্রামের ৬২৮ জন।

পূর্ববর্তী নিবন্ধকরোনার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে রেড ক্রিসেন্টের নগদ অর্থ বিতরণ
পরবর্তী নিবন্ধইডিইউতে সামার সেমিস্টারে ভর্তিচ্ছুদের পরীক্ষা