দেশে সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত

করোনাভাইরাস

| সোমবার , ১৮ জানুয়ারি, ২০২১ at ১১:১১ পূর্বাহ্ণ

দেশে গত এক দিনে আরও ৫৬৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা গত সাড়ে আট মাসের মধ্যে সবচেয়ে কম। সবশেষ গতবছরের ২ মে এর চেয়ে কম রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, সেদিন ৫৫২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর এসেছিল। আর শনিবার ৫৭৮ জন নতুন রোগী শনাক্তের খবর জানানো হয়েছিল। গতকাল রোববার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে শনাক্ত ৫৬৯ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ২৭ হাজার ৬৩২ জন হয়েছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধনাট্যদল প্রসেনিয়ামের সভা
পরবর্তী নিবন্ধতনজিমুল মোছলেমীন এতিমখানার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী