দেশে শনাক্ত রোগী ৫ লাখ ছুঁই ছুঁই

| রবিবার , ২০ ডিসেম্বর, ২০২০ at ৬:১৪ পূর্বাহ্ণ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৬৭ জন। গতকাল শনিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে কোভিড-১৯ পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়। সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ২৬৭ জনকে নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৯ হাজার ৫৬০ জন হয়েছে। আর গত একদিনে মারা যাওয়া ২৫ জনকে নিয়ে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ২৪২ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৯৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৩৫ হাজার ৬০১ জন হয়েছে। খবর বিডিনিউজের।
দেশে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ। ১০ মাস পর গত ২৬ অক্টোবর শনাক্ত রোগীর সংখ্যা ৪ লাখ পেরিয়ে যায়। তারপর রোগীর সংখ্যা ১ লাখ বাড়তে সময় লাগল ২৪ দিন। জনস হপকিন্স ইউনিভার্সিটির তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৬তম স্থানে আছে বাংলাদেশ। মৃতের সংখ্যায় রয়েছে ৩৩তম অবস্থানে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৩টি আরটি-পিসিআর ল্যাব, ১৮টি জিন-এঙপার্ট ল্যাব ও ২৯টি র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ মোট ১৬০টি ল্যাবে ১২ হাজার ৩০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৬২ হাজার ৩৬৪টি নমুনা। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ লাখ ৪১ হাজার ২৪২টি। বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৬ লাখ ২১ হাজার ১২২টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৩১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ২০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ১৭ জন পুরুষ আর নারী ৮ জন। তাদের প্রত্যেকেই হাসপাতালে মারা গেছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ২ মৃত্যু
পরবর্তী নিবন্ধরাষ্ট্রপতিকে চিঠি ৪২ নাগরিকের