দেশে শনাক্ত কমেছে, বেড়েছে মৃত্যু

| বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৫:২৭ পূর্বাহ্ণ

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ধরা পড়েছে আরও ৬৯৪ জনের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ৭৯৪ নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল, মৃত্যু হয়েছিল ১৮ জনের। সে হিসেবে গত এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা কমলেও মৃত্যু বেড়েছে। খবর বিডিনিউজের।
গত এক দিনে দেশে সাড়ে ২৫ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়াচ্ছে ২ দশমিক ৭২ শতাংশ। গত রোববার দেশে ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো দৈনিক শনাক্ত রোগীর হার ৩ শতাংশের নিচে নেমে আসে। তবে সোমবার তা বেড়ে হয় ৩ দশমিক ১৯ শতাংশ।
সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন আরও ৭০৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ২০ হাজার ২৯৬ জন সুস্থ হয়ে উঠলেন।

পূর্ববর্তী নিবন্ধচাঁদা না পেয়ে বাড়ির মালিককে মারধর
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে সংক্রমণ হার ২ শতাংশের নিচে