কলকাতার বন্দরে ডুবে যাওয়া এবং পরিত্যক্ত ঘোষিত বাংলাদেশি জাহাজের ৯ নাবিক দেশে ফিরেছেন। ৫ মাসের বেশি সময় নানা চেষ্টার পর ডুবে যাওয়া জাহাজ এমভি মেরিন ট্রাস্ট-১ এর ৯ নাবিক দেশে পৌঁছেছেন। জাহাজটির আরো ৬ জন নাবিক এখনো কলকাতায় আটকা রয়েছেন। তাদের দেশে আনার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা যায়, গত ২৪ মার্চ কলকাতার শ্যামাপ্রাসাদ মুখার্জি বন্দর থেকে পণ্য বোঝাই করে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে আচমকা কাত হয়ে যায় এমভি মেরিন ট্রাস্ট-১। এ সময় জাহাজ থেকে প্রথমে একটি কন্টেনার নদীতে ছিটকে পড়ে। পরে অনেকগুলো কন্টেনার পড়ে যায়। কাত হয়ে যাওয়া জাহাজে ২০ ফুটি ১২০টি এবং ৪০ ফুটি ৪৫টি কন্টেনার ছিল। বোঝাই অবস্থায় কন্টেনারগুলোর ওজন ছিল ৩ হাজার ৮৯ টন। এক পর্যায়ে জাহাজটি পুরোপুরি ডুবতে শুরু করে।
শ্যামাপ্রাসাদ বন্দর কর্তৃপক্ষের দায়সারা আচরণ এবং কন্টেনার বোঝাইয়ের ভুলের কারণে জাহাজাটি ডুবে যায় বলে অভিযোগ করা হয়েছে। জাহাজটি উদ্ধারের সুযোগ থাকলেও শেষ পর্যন্ত না হওয়ায় মালিকপক্ষ জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করে। জাহাজে থাকা ১৫ নাবিক কলকাতা বন্দরের পাশে মেরিন হোস্টেলে আটকা পড়েন।
এরপর নাবিকেরা দেশে ফিরতে নানাভাবে চেষ্টা করছিলেন। কিন্তু আইনি নানা জটিলতার কারণে পারছিলেন না। গত ঈদুল আজহায় তারা নিজেদের ফেসবুক পেইজে ভিডিও আপলোড করে দেশে ফেরার আকুতি জানিয়ে আলোচিত হয়েছিলেন। কিন্তু এরপরও তাদের ঘরে ফেরা হয়নি।
অবশেষে নানা কূটনৈতিক তৎপরতার পর গত বুধবার ৯ নাবিক বিমানযোগে ঢাকায় পৌঁছেন। ইতোমধ্যে নাবিকেরা নিজেদের বাড়িতে চলে গেছেন। পরিত্যক্ত ওই জাহাজের আরো ৬ নাবিক এখনো কলকাতার মেরিন হোস্টেলে আটকা আছেন। মেরিন ট্রাস্ট গ্রুপের শীর্ষ একজন কর্মকর্তা জানান, কলকাতায় আটকে থাকা বাকি ৬ নাবিককেও দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এজন্য প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা চলছে।