দেশে ফিরে এলেন জামাল-জীবন

| বুধবার , ২৮ এপ্রিল, ২০২১ at ৮:০৬ পূর্বাহ্ণ

পাসপোর্ট জটিলতার অবসান হওয়ায় ডেনমার্ক থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া। লকডাউনের কারণে ভারতের কলকাতায় আটকে পড়া ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবনও দেশে ফিরেছেন একই দিনে। বাফুফে সোমবার এই দুই ফুটবলারের দেশে ফেরার কথা জানায়। হাঁটুর অস্ত্রোপচারের জন্য কলকাতা যাওয়া জীবন যশোরের বেনাপোলে অবস্থান করছেন; সরকারি বিধি অনুযায়ী কোয়ারেন্টিন পর্ব শেষে করে ঢাকায় ফিরবেন তিনি। বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় দুজনেই স্বস্তির কথা জানান। মহামারীর এই দুঃসময়ে সবাইকে ভালো থাকার বার্তা দিয়েছেন জামাল। হাঁটুর চোটের চিকিৎসা নিতে এ মাসের মাঝামঝি কলকাতা যান জীবন। ১৭ এপ্রিল অস্ত্রোপচার করা হয় তার। গত বুধবার জীবনের দেশে ফেরার কথা থাকলেও লকডাউনের কারণে ফিরতে পারেননি। ভারতের সঙ্গে সীমান্ত যোগাযোগ বন্ধ থাকায় তার ফেরা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিশেষ ব্যবস্থায় কলকাতা থেকে ফেরার পর বেনাপোলে কোয়ারেন্টিনে থাকার কথা জানিয়েছে আবাহনী লিমিটেডের ফরোয়ার্ড জীবন।

পূর্ববর্তী নিবন্ধআটকে গেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
পরবর্তী নিবন্ধবাংলাদেশে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া