দেশে ফিরেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে বারটায় থাই এয়ারওয়েজের ফ্লাইটে ব্যাংকক হতে ঢাকা বিমানবন্দর পৌছালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন। এসময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম। এসময় মেয়র চট্টগ্রামের চলমান উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং নাগরিকসেবার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
উল্লেখ্য, সিটি মেয়র গত ৮ নভেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে মেয়র লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেন। এছাড়া, ইংল্যান্ডের বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়র জাফর ইকবালের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেন মেয়র। প্রেস বিজ্ঞপ্তি।












