দেশে প্রথমবারের মতো ডাবল এম্পটি কন্টেনার হ্যান্ডলার বা ডাবল ইসিএইচ মেশিন স্থাপন করা হয়েছে। পতেঙ্গাস্থ খালি কন্টেনার হ্যান্ডলিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইস্টার্ন লজিস্টিক লিমিটেডে বিশেষায়িত এই মেশিনটি যুক্ত করা হলো। যা চট্টগ্রাম বন্দরের কন্টেনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
গতকাল সোমবার ইস্টার্ন লজিস্টিক নামের আইসিডিতে অত্যাধুনিক ২ টি মেশিন হস্তান্তর করেন ফিনল্যান্ড ভিত্তিক প্রযুক্তিগত সরঞ্জাম সরবরাহকারী কোম্পানি কনিক্রেন। মেশিনগুলো উদ্বোধন করেন ইস্টার্ন লজিস্টিকের চেয়ারম্যান মো. শাহ আলম।
এ সময় উপস্থিত ছিলেন কনিক্রেনের কান্ট্রি ম্যানেজার রতন বিশ্বাস ও হিসাব বিভাগের ব্যবস্থাপক শ্রীকান্ত ধর। ডাবল স্টাকিং মেশিনটি একই সময়ে ২টি খালি কন্টেনার হ্যান্ডলিং করবে। এতে জ্বালানি খরচ কমে যাওয়ার পাশাপাশি বন্দরের কন্টেনার জট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।