দেশে নারীদের আত্মরক্ষার শক্তি পরিবার থেকেই অর্জন করতে হবে

নারী দিবস উপলক্ষে সভায় বক্তারা

| রবিবার , ৯ মার্চ, ২০২৫ at ১১:৩১ পূর্বাহ্ণ

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে নারীদের আত্মরক্ষার শক্তি পরিবার থেকেই অর্জন করতে হবে। বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

জেলা প্রশাসন চট্টগ্রাম : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল নগরীর সার্কিট হাউস প্রাঙ্গনে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন চট্টগ্রাম এবং মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) শাকিলা সুলতানা, বিআরডিবির উপপরিচালক মোশাররফ হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা ও জেলা প্রশাসনের এনডিসি মো. আলম আমিন হোসেন।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আতিয়া চৌধুরী।

আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব, বাংলাদেশের সমাজ এবং অর্থনৈতিক ব্যবস্থায় নারীদের ভূমিকা এবং নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে নারী উন্নয়নের চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নারীরা নিজেই নিজেদেরকে একটা গণ্ডিতে আবদ্ধ করে রেখেছেন। সমাজ তাদের যেভাবে দেখতে চায় তারা নিজেদেরকে সেভাবে প্রকাশ করতেই সাচ্ছন্দ্য বোধ করে। তারা নিজের জন্য বা নিজেকে নিয়ে ভাবেন না। প্রত্যেকটি নারীর উচিত নিজেকে সময় দেওয়া। নিয়মিত ব্যায়াম করে নিজেকে শারীরিকভাবে ফিট রাখা এবং মানসিকতা পরিবর্তন করে নিজের কাজ ও অন্যান্য দায়িত্ব সঠিকভাবে পালন করা। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও চট্টগ্রাম জেলার সর্বস্তরের নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মীরসরাই প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়ে মীরসরাই উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক বিভাগের উদ্যোগে গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী সাঈদ মাহমুদ, উপজেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা অপর্ণা , সাংবাদিক মাহবুব পলাশ, এম মাঈন উদ্দিন ও ইকবাল হোসেন, নারী উদ্যোক্তা আসমা নূরী প্রমুখ। প্রধান অতিথি বলেন, আমাদের এই দেশ ও সমাজ যেন আইয়ামে জাহেলিয়াতের যুগে ফের পদার্পন না করে তার আগে দেশের সকল মানুষের মনে নারী ও মেয়ে শিশুদের প্রতি শ্রদ্ধাবোধের শিক্ষা প্রতিটি পরিবারেই দিতে হবে। দেশের প্রতিটি বাবা মাকেই নিজ পরিবার ও সমাজে এই বিষয়ে মানসিক শিক্ষা এবং গন জাগরণ ঘটাতে হবে। তিনি নারীর প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আইএসডিই বাংলাদেশ: আন্তর্জাতিক নারী দিবসউপলক্ষে ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে নারীর ক্ষমতায়নঃ টেকসই উন্নয়নে জ্বালানি নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে নারীর অংশগ্রহণ, ক্ষমতায়ন, জ্বালানি অধিকার নিশ্চিতকরণ এবং সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় নারীর অংশগ্রহন বাড়ানোর দাবি জানানো হয়েছে। আইএসডিই বাংলাদেশ, ক্লিন (কোস্টাল লাইভলিহুড এন্ড এনভায়রনমেন্টাল একশন নেটওয়ার্ক) ও বিডাব্লিউজিইডি (বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট), সিএসডিএফের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল সারাদেশে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করে নারীদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। প্রচারাভিযানে অংশগ্রহণকারীরা নবায়নযোগ্য জ্বালানির প্রসারের প্রয়োজনীয়তা ও বিদ্যুৎ খাতে নারীর অন্তর্ভুক্তি বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরেন। তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে জ্বালানি খাতে নারীর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বৃদ্ধি করতে হবে এবং সকল স্তরে জ্বালানির ন্যায়সঙ্গত ব্যবহার নিশ্চিত করা ও নবায়নযোগ্য জ্বালানির প্রসাারের প্রয়োজনীয়তা ও বিদ্যুৎ খাতে নারীর অন্তর্ভূক্তির বিষয়ে গুরুত্বআরোপ করেন। ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন বলেন, দেশে ব্যবহৃত মোট জ্বালানির ৪৬ শতাংশই ব্যবহার হয় গৃহাস্থলির কাজে অর্থাৎ নারীরাই সবচেয়ে বেশি ব্যবহার করছেন কিন্তু আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির ফলে প্রতিনিয়ত বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির কারণে তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন। বক্তব্য রাখেন চিটাগাং সোস্যাল ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক জেসমিন সুলতানা পারু, প্রকল্প সমন্বয়কারী শাম্পা কে নাহার, ক্যাব চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, প্রচারাভিযান কর্মীরা নারীদের জন্য সহজে সোলার হোম সিস্টেম স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে আহ্বান জানান।

আলোচনায় অংশনেন সাংবাদিক সভাপতি এম নাসিরুল হক, মহানগর মহিলা দলের সহসভাপতি সায়মা হক, উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লায়লা ইয়াছমিন, বাংলাদেশ ফ্রোজেন ফ্রুটস এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটির সদস্য মোহাম্মদ সেলিম জাহা্‌ঙ্গীর, ক্যাব চকবাজার থানা কমিটির সভাপতি আবদুল আলীম, অধিকার চট্টগ্রামের সমন্বয়ক ওসমান জাহাঙ্গীর, নারী উদ্যোক্তা ফারজানা মুক্তাদির, ছাত্র প্রতিনিধি পার্থ সরকার, হারিসা খানম সুখী প্রমুখ।

বান্দরবান: বান্দরবান প্রতিনিধি জানান,বান্দরবানে নারীদের ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন’ এই স্লোগানে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয় থেকে দিবসের একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, উন্নয়ন সংস্থা ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজনরা অংশ নেয়।

পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেবের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সুপন চাকমা, অনন্যা নারী কল্যান সংস্থার পরিচালক ডনাই প্রু নেলী প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে সফলতার সাথে কাজ করে যাচ্ছে নারীরা। মেয়েরা এখন সমাজের বোঝা নয়। পর্যাপ্ত শিক্ষা ও সুযোগ পেলে দেশের সামগ্রিক উন্নয়নে নারীরা ও ভূমিকা রাখতে পারে। আগামীতে নারী নেতৃত্ব সৃষ্ঠি করার মধ্য দিয়ে নতুন সমতার বিশ্ব গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মমতা :অধিকার, সমতা, ক্ষমতায়ননারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতার পরিচালিত টু এনশিউর হোম বেইজ্‌ড আরএমজি ওয়ার্কার্স রাইট্‌স প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। গতকাল নগরীর হালিশহরস্থ একটি কনভেনশন সেন্টারে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় শ্রম অধিদপ্তরের উপপরিচালক রোমানা আক্তার। বক্তব্য রাখেন মমতার কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর পূরবী দাশ গুপ্তা, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, নাছিমা আক্তার রুমি, তৌফিক আহমেদ। নারী শ্রমিক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন আসমা হক, জোৎস্না আফরোজ, আব্দুর হান্নান মাসুদ প্রমুখ। উল্লেখ্য, ইউরোপীয়ান ইউনিয়ন ও অঙফামের আর্থিক ও কারিগরী সহায়তায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬টি ওয়ার্ডে ‘গৃহভিত্তিক গার্মেন্ট শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ’ প্রকল্প বাস্তবায়ন করছে মমতা।

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম : আন্তর্জাতিক নারী দিবসের ১১৫ তম বার্ষিকীতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা শাখার সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল নগরীর টাইগার পাস মোড়ে সকাল ১১ টায় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা আহবায়ক জোবায়ের বীনার সভাপতিত্বে ও সদস্য উম্মে হাবিবার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য আহমদ জসীম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা সদস্য সুপ্রীতি বড়ুয়া, কাজল,রোকেয়া আক্তার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক হেলাল উদ্দিন কবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

দক্ষিণ জেলা মহিলা ঐক্য পরিষদ : আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে দক্ষিণ জেলা মহিলা ঐক্য পরিষদের সভাপতি রমা বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ কেন্দ্রীয় সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপালী ভট্টাচার্য। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদ কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ইঞ্জিনিয়ার পরিমল কান্তি চৌধুরী, বাসুদেব ধর, প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, ইঞ্জিনিয়ার শুভ্রদেব কর, তাপস হোড়, অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধযাকাত ভিত্তিক অর্থব্যবস্থা কায়েম হলে বাংলাদেশ হবে আরও সমৃদ্ধশালী
পরবর্তী নিবন্ধনারী দিবসে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার বিতরণ