দেশে দুই হাজারের উপরেই শনাক্ত, চট্টগ্রামে ৭০

সংক্রমণের সাথে মৃত্যুও বাড়ছে

আজাদী ডেস্ক | শুক্রবার , ১ জুলাই, ২০২২ at ৫:৩২ পূর্বাহ্ণ

দেশে করোনাভাইরাস সংক্রমণ ফের বাড়তে থাকার মধ্যে মৃত্যুও বেড়েছে। গত এক দিনে চারজন কোভিড রোগীর মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা ১৫ সপ্তাহে সর্বোচ্চ। গত ১১ মার্চের পর দিনে এত মৃত্যু আর ঘটেনি। সেদিন ৫ জনের মৃত্যুর খবর এসেছিল।

গত এক দিনে শনাক্ত রোগীও ২ হাজারের উপরেই রয়েছে। এনিয়ে টানা চতুর্থ দিন ২ হাজারের বেশি রোগী ধরা পড়ল। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে ২ হাজার ১৮৩ জন রোগী শনাক্তের কথা জানানো হয়। তাদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৭৩ হাজার ৭৮৫।

এ দিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৩ ল্যাবে ৫১১টি নমুনা পরীক্ষা করে ৭০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে ৫০ জন মহানগর এলাকার এবং ২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ২০৬ জন। গতকাল চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

দেশে গত একদিনে যারা মারা গেছে, তাদের একজন ঢাকা বিভাগের। বাকিদের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগে এবং একজন রাজশাহী বিভাগের বাসিন্দা ছিলেন। তাদের বয়স ছিল ৩১ থেকে ৮০ বছরের মধ্যে।

পূর্ববর্তী নিবন্ধকৃষ্ণপদ রায় চট্টগ্রামের নতুন পুলিশ কমিশনার
পরবর্তী নিবন্ধছাত্র সংসদের পর এবার ছাত্রলীগের নতুন কমিটি