বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩৩ জন রোগী। নতুনদের নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৮২২ জনে। আর গত একদিনে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। এতে এ বছর মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৯৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একদিনে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৪১ জন, ঢাকা বিভাগে ১৯৪ জন, ময়মনসিংহে ৩২ জন, চট্টগ্রামে ১৩১ জন, খুলনায় ৮০ জন, রাজশাহী বিভাগে ৫৯ জন, রংপুর বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ৮৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। খবর বিডিনিউজের।
গত মঙ্গলবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৬ হাজার ১৫১ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৪৭৫ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৭৩৭ জন; আর ১৭৩৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
গত একদিনে যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।