দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

সেপ্টেম্বরে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু

| বুধবার , ১ অক্টোবর, ২০২৫ at ১১:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৫৬ জন রোগী; মশাবাহিত এ রোগে মৃত্যু হয়েছে আরো তিনজনের। এ নিয়ে চলতি বছর হাসপাতালে মোট ৪৭ হাজার ৪৩২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। তাদের মধ্যে ১৯৮ জনের মৃত্যু হয়েছে।

এ বছর ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় অন্য সব মাসকে ছাপিয়ে গেছে সেপ্টেম্বর। এ মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; মৃত্যু হয়েছে ৭৬ জনের। এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, এ ছাড়া জুন মাসে ৫৯৫১ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হন। জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুন মাসে ১৯ জন, আগস্ট মাসে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি। খবর বিডিনিউজের।

স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল মঙ্গলবারের বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে মৃত তিনজনই বরিশাল বিভাগের বাসিন্দা। তাদের মধ্যে একজন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, একজন বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ এবং একজন বরগুনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে ৫০ লিটার মদসহ অটোরিকশা উদ্ধার ,আটক ১