দেশে ডেঙ্গুতে একদিনে আরও ছয়জনের মৃত্যু

হাসপাতালে নতুন ভর্তি ১৫১২

| রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ১০:০৯ পূর্বাহ্ণ

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৫১২ জন; এ সময়ে মশাবাহিত রোগটিতে মৃত্যু হয়েছে ৬ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৩৩৮ জন ঢাকা মহানগরে এবং ১১৭৪ জন দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছে।

নতুন রোগীদের নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৯০ হাজার ৮৪ জন। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৪ জনের এবং ঢাকার বাইরে এই সংখ্যা ২। সব মিলিয়ে এ বছর ১৪৬৬ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু। খবর বিডিনিউজের।

গতকাল সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৬ হাজার ৩৭৩ জন রোগী। মাসের হিসাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন হাসপাতালে ভর্তি হয়। ১২ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৯০৯ জন রোগী।

মৃত্যু হয়েছে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন এবং অক্টোবরে ৩৫৯ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম ১২ দিনে মৃত্যু হয়েছে ১১৮ জনের।

পূর্ববর্তী নিবন্ধপেট্রল পাম্প ও সিএনজি স্টেশনে নাশকতা এড়াতে ডিএমপির ১০ নির্দেশনা
পরবর্তী নিবন্ধবিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস মোকাবেলায় সোচ্চার হতে হবে