দেশে টানা তৃতীয় দিন চারশর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে; তবে নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার নেমে এসেছে ৮ শতাংশের ঘরে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৮১টি নমুনা পরীক্ষা করে ৪০২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে একজনের। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে হয়েছে ৮ দশমিক ৪১ শতাংশ। আগের দিন এই হার ১০ দশমিক ৫৫ শতাংশ ছিল। এর আগে সবশেষ গত ২৩ জুলাই শনাক্তের হার ছিল ১০ দশমিক ১০ শতাংশ। সেদিন ৪ হাজার ৪১৫টি নমুনা পরীক্ষা করে ৪৪৬ জন রোগী শনাক্ত হয়েছিল। পরদিন ২৪ জুলাই তা ৭ দশমিক ০৪ শতাংশে নেমে আসে। এরপর থেকে শনাক্তের হার ১০ শতাংশের নিচেই ছিল। দেড় মাস পর সোমবার শনাক্ত রোগীর সংখ্যা আবার চারশ ছাড়ায়; মোট ৪২১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। মঙ্গলবার শনাক্ত হয় ৪৩৫ জন কোভিড রোগী। এরপর গতকাল বুধবারও চারশর বেশি রোগী শনাক্তের খবর এল। খবর বিডিনিউজের।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৬ হাজার ১৪৫ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩৩৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২১৭ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৯ হাজার ৪৮৪ জন।