দেশে করোনায় সংক্রমণ-মৃত্যু গতকালের চেয়ে বেশি

আজাদী অনলাইন | বুধবার , ১৭ নভেম্বর, ২০২১ at ৬:৪৫ অপরাহ্ণ

আজ বুধবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দেশে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। গতকাল মঙ্গলবার এ ভাইরাসে ২১৩ রোগী শনাক্ত এবং ২ জনের মৃত্যু হয়েছিল।

আজ বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ২৬৬ জনকে নিয়ে দেশে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জন।

আরও ছয়জনের মৃত্যুতে মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৩৪ জন।

যে ছয়জন মারা গেছে তাদের মধ্যে তিনজন সিলেট বিভাগের, ২ জন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৫৭ জন। তাদের নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৭ হাজার ২২৪ জন।

এই তথ্য অনুযায়ী, দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৮ হাজার ৫৬ অর্থাৎ এই সংখ্যক মানুষ এখন করোনাভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৬৭০ জনের নমুনা পরীক্ষা করে ২৬৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। শনাক্তের হার ১ দশমিক ৩৫।

পূর্ববর্তী নিবন্ধপণ্যবাহী গাড়ির ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত
পরবর্তী নিবন্ধচন্দনাইশে এলজি ও কার্তুজসহ গ্রেপ্তার ১