দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমার ধারাবাহিকতায় গত এক সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা ৪০ শতাংশ এবং মৃত্যু ৮৩ শতাংশ কমেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার পর্যন্ত গত এক সপ্তাহে সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৭৩ জন। আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ১১২৩ জন। অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৪০ দশমিক ১ শতাংশ। খবর বিডিনিউজের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত রোববারের পর শুধু বুধবার একজনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। আগের সপ্তাহে ৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসেবে এক সপ্তাহে মৃত্যু কমেছে ৮৩ দশমিক ৩ শতাংশ। গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নয় হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৮১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ। এ দিন মৃত্যু হয়েছে আরও একজনের। রোববারের চেয়ে শনাক্ত, নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার কিছুটা বেড়েছে। রোববার ৪৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে। ২০২০ সালের ৬ এপ্রিল ৪১ জন রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর আর কখনও দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা এর নিচে নামেনি। নতুন রোগীদের নিয়ে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জন হয়েছে। একজনের মৃত্যু হওয়ায় মহামারীতে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১৯ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের মধ্যে ৭১ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। আর তাদের মধ্যে ৬৫ জনই ঢাকা জেলার।