দেশে ইসলামী শাসন কায়েম হলে ভিন্ন ধর্মের লোকেরা শান্তিতে থাকবে

চন্দনাইশে মতবিনিময়ে মাওলানা শামীম সাঈদী

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ৫ মে, ২০২৫ at ১১:৩৫ পূর্বাহ্ণ

প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সন্তান মাওলানা শামীম সাঈদী বলেছেন, দেশে ইসলামী শাসন কায়েম হলে ভিন্ন ধর্মের লোকেরাও সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তিনি বলেন, নগরীর প্যারেড ময়দানে তাফসীরুল কোরআন মাহফিল দেশের মানুষ আজীবন স্মরণ রাখবে। অথচ ফ্যাসিবাদী সরকার এক সময় মাহফিল বন্ধ করে দেয়। তিনি গত ২ মে চন্দনাইশে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়কালে একথা বলেন। এই সময় সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন, চক্ষু সার্জন ডা. শাহাদাৎ হোসেন, বদরুল হক, সিরাজুল ইসলাম, মো. মোজাহেরুল কাদের, অধ্যাপক আযম খান, জাহাঙ্গীর আলম, আবদুল মান্নান, কুতুব উদ্দীন, জাফর সাদিক, কাজী কুতুব উদ্দীন, হেলাল উদ্দীন, হারুনুর রশিদ, জয়নাল আবেদীন প্রমুখ। পরে তিনি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সন্‌জীদা খাতুন স্মরণানুষ্ঠান
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় বিএনপি নেতৃবৃন্দের নালা পরিষ্কার অভিযান