করোনাভাইরাসের সংক্রমণ কমার ধারায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৩৩ জন; গত এক দিনে মৃত্যু হয়েছে আরও তিনজনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ওই ২৩৩ জন রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ। খবর বিডিনিউজের।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৪৮৬ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১১১ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন এক হাজার ৪১৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৬০ হাজার ৮৮৬ জন সুস্থ হয়ে উঠলেন।
গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ১৮০ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৭৭ শতাংশের বেশি। যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের একজন পুরুষ এবং দুজন নারী। তাদের মধ্যে দুজন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। বাকি একজনের বাড়ি রাজশাহী বিভাগে।