দেশে আরও ১২ মৃত্যু, নতুন শনাক্ত ১০১৪

| রবিবার , ১৪ মার্চ, ২০২১ at ৫:৩৪ পূর্বাহ্ণ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৪ জন। গতকাল শনিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে মারা যাওয়া ১২ জনকে নিয়ে করোনায় মোট ৮ হাজার ৫২৭ জনের মৃত্যু হলো। আর গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৬ হাজার ২৩৬ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও এক হাজার ১৩৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ১০ হাজার ৩১০ জন হয়েছে। খবর বিডিনিউজের।
দেশে গত বছর ৮ মার্চ করোনার প্রথম সংক্রমণ ধরা পড়ার এক বছর পর ৭ মার্চ শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৫ লাখ ছাড়িয়ে যায়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ মার্চ তা সাড়ে আট হাজার ছাড়িয়ে যায়। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩৩তম স্থানে আছে বাংলাদেশ আর মৃতের সংখ্যায় রয়েছে ৪০তম অবস্থানে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২১৯টি ল্যাবে ১৬ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪২ লাখ ৪৮ হাজার ৩৪৫টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ২৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ৯ জন পুরুষ আর নারী ৩ জন। তাদের প্রত্যেকেই হাসপাতালে মারা গেছেন।

পূর্ববর্তী নিবন্ধপালিয়ে আসা ৬ কিশোর-কিশোরীকে পরিবারে হস্তান্তর
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শনাক্ত আরো ১৩১