সীতাকুণ্ডে পুলিশের অভিযানে দুই রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ ইকবাল হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার উপজেলার বড় কুমিরাস্থ মাজার গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অস্ত্রধারী সন্ত্রাসী ইকবাল হোসেন কুমিরা এলাকায় অবস্থান করছে জানতে পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে দুই রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করে। গ্রেপ্তারকৃত ইকবাল উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকার মনির আহমেদের ছেলে। থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, আসামী ইকবালকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।








