দেশান্তরী না হয়ে নির্বাচনে আসুন

বিরোধীদলীয় নেতাদের প্রতি সুজনের আহ্বান

| রবিবার , ২৭ আগস্ট, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

দেশান্তরি না হয়ে নির্বাচনে আসার জন্য বিরোধীদলীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। গত শুক্রবার বিকেলে কর্ণেলহাটে উত্তর কাট্টলী জাতীয় শোক দিবস উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বৈদেশিক আনুকূল্য লাভে ব্যর্থ হয়ে অনেকে দেশান্তরী হচ্ছেন বলে আমরা খবর পাচ্ছি। তাই তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে দেশান্তরী না হয়ে নির্বাচনে আসুন। নির্বাচনই হচ্ছে ক্ষমতা পরিবর্তনের একমাত্র সাংবিধানিক পথ। তাই নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। তিনি আরো বলেন, বিরোধীদলীয় নেতারা মনে করেছিলেন তাদের কোনো প্রভু বিদেশি রাষ্ট্র এসে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে। কিন্তু তাদের সে আশা ধীরে ধীরে গুড়োবালিতে পরিণত হতে চলেছে। তাই তাদের অনেক নেতা দেশান্তরী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সুজন বলেন, বিএনপিজামায়াত চক্রটি যেনতেনভাবে ক্ষমতায় যেতে চায়। কারণ তারা বুঝতে পেরেছে তাদের আন্দোলনে কোনো জনভিত্তি নেই। তাই ধ্বংসাত্মক কর্মসূচির মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করতে চায় তারা। তাদের অশুভ উদ্দেশ্য কোনভাবেই সফল হবে না। আওয়ামী লীগ নেতা আনছারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন চৌধুরী, শাহাদাত হোসেন, কুতুব উদ্দিন, নুরুল আবছার আজম খান, নুরুল কবির, মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান হাসান আহম্মেদ ইমু, আওয়ামী লীগ নেতা মো. ইলিয়াছ, শহিদুল ইসলাম দুলদুল, মাহবুবুর রহমান, জাহিদুল ইসলাম, আবুল হাসান সৈকত, শেখ মামুনুর রশীদ, জমির উদ্দিন মাসুদ, আফগানী বাবু, প্রকৌশলী মিজানুর রহমান জনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসএমএল ইসুজু ইন্ডিয়ার সাথে অংশীদারিত্বের জন্য স্বীকৃত
পরবর্তী নিবন্ধপশ্চিম বাকলিয়া সমাজ কমিটির কবরস্থানের জন্য শিক্ষা উপমন্ত্রীর অনুদান