দেশব্যাপী ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন

হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ সমাবেশে নিজামপুরী

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ১০:৫৫ পূর্বাহ্ণ

ইসকন নিষিদ্ধের দাবিতে হাটহাজারী ডাক বাংলো চত্বরে গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হেফাজতের হাটহাজারী উপজেলা শাখার ডাকা এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আশরাফ আলী নিজামপুরী।

মিছিল পূর্ব সমাবেশে তিনি বলেন, এদেশে উগ্র হিন্দুত্ববাদী ইসকন ইন্ডিয়ার এজেন্ট হিসেবে মুসলমানদের বিরুদ্ধে নানা অন্তর্ঘাতমূলক তৎপরতায় লিপ্ত। সবশেষ, টঙ্গী বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা মহিবুল্লাহ মিয়াজীকে জুমার খুতবায় সত্যোচ্চারণের কারণে পরপর ১২টি চিঠি পাঠিয়ে হুমকি দেয়ার এক পর্যায়ে ইসকন সন্ত্রাসীরা তাকে গাজীপুর থেকে গুম করে। অবশেষে ওই ইমামকে সীমান্তবর্তী পঞ্চগড়ে শিকলে হাতপা বাঁধা ও অচেতন অবস্থায় পাওয়া গেছে। আমরা এই গুমের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অন্তর্বর্তী সরকারের কাছে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। এদেশের মুসলমানরা সংখ্যালঘু সমপ্রদায়ভুক্ত কোনো অপরাধীর জুলুমের শিকার হলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি আসে না। বাংলাদেশ ও ইন্ডিয়ার মুসলমানদের নিরাপত্তা ও ধর্মীয় পবিত্রতা রক্ষার প্রশ্নে অন্তর্বর্তী সরকার বারবার নীরব থেকেছে। গত বছরের নভেম্বরে অর্থপাচারের অভিযোগে ইন্ডিয়ান এজেন্ট চিন্ময় কৃষ্ণ দাসসহ ইসকনের ১৭ সদস্যের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা সংস্থা। ২০২১ সালের জুনে চট্টগ্রামে অবস্থিত প্রবর্তক সংঘ নামে সনাতন ধর্মাবলম্বীদের একটি সংগঠন সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসকনের বিরুদ্ধে জমি দখলসহ সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনার অভিযোগ তোলে। মন্দিরের নাম দিয়ে দেশের বিভিন্ন জায়গায় তারা ইসরায়েলি কায়দায় একের পর এক আস্তানা ও স্থাপনা গড়ে তুলেছে। দুর্বল সনাতন ধর্মাবলম্বীদের উপরও তারা নির্যাতন চালাতে দ্বিধা করে না। পার্শ্ববর্তী রাষ্ট্রের হাইকমিশনের প্রভাব খাটিয়ে ইসকন এ দেশের প্রশাসন, আমলা ও গোয়েন্দা বাহিনীর একটি অংশকে ম্যানেজ করে তাদের উগ্র হিন্দুত্ববাদী তৎপরতা জারি রাখতে পেরেছে।

বিশেষ অতিথির বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব জাফর আহমদ বলেন, শিশুদের ওপর যৌন নিপীড়নকারী ও মুসলিমবিদ্বেষী ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গত বছরের নভেম্বরে গ্রেফতার হলে তার অনুসারী ইসকন সন্ত্রাসীরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সহিংস হামলা চালিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে। সেসময় চট্টগ্রামের মুসলমানদের ধৈর্য ও বিচক্ষণতা প্রদর্শনকে ‘দুর্বলতা’ হিসেবে নিয়েছে ইসকন। তা নাহলে কীভাবে তারা আজ ভিন্নমতের কারণে একজন ইমামকে গুম করার স্পর্ধা দেখায়?

সভাপতির বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মুহাম্মদ আলী কাসেমী বলেন, ইসকন মুসলমান ও সনাতনী সমপ্রদায় উভয়ের শত্রু। সমপ্রীতি রক্ষার্থে মুসলমান ও সনাতন ধর্মাবলম্বীদের আমরা সারা দেশে কাঁধে কাঁধ মিলিয়ে উগ্র হিন্দুত্ববাদী ইসকনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধগণসংহতি আন্দোলন মহানগর শাখার প্রথম সম্মেলন
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে কাভার্ডভ্যান চাপায় শিশুর মৃত্যু