দেশপ্রেমিক বাঙালিরা জঙ্গি ও সন্ত্রাসীদের প্রতিহত করবে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ

আজাদী ডেস্ক | সোমবার , ১৪ ডিসেম্বর, ২০২০ at ৬:১৮ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অব্যাহত রয়েছে। সমাবশে বক্তারা বলেছেন, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এ অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
চিটাগাং চেম্বার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে ১২ ডিসেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মুখে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন চেম্বার পরিচালকবৃন্দ মো. অহীদ সিরাজ চৌধুরী স্বপন, এস. এম. আবু তৈয়ব, ছৈয়দ ছগীর আহমদ, অঞ্জন শেখর দাশ, নাজমুল করিম চৌধুরী শারুন, সৈয়দ মোহাম্মদ তানভীর, বিকেএমইএ’র পরিচালক মির্জা মো. আকবর আলী চৌধুরী, সালেহ আহমেদ সুলেমান, নুরুল কবির, সাহাবউদ্দিন, আহমদ কবির দুলাল, সালাহউদ্দিন সরকার, রফিক মিয়া, আবদুল জব্বার, মোস্তাক আহমেদ, সুফিউর রহমান টিপু, অধ্যাপিকা বিবি মরিয়ম।
সিভাসু শিক্ষক সমিতি : ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) শিক্ষক সমিতি। সংগঠনের উদ্যোগে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি প্রফেসর ড. মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. সুচন্দন সিকদারের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপাচার্র্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. জান্নাতারা খাতুন, পোল্ট্রি রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার-এর পরিচালক প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, ওয়ান হেল্‌থ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শারমীন চেীধুরী, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দীন, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, প্রফেসর ড. মো. কবিরুল ইসলাম খান, প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ, প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধরসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও বঙ্গবন্ধু একাডেমি: ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও বঙ্গবন্ধু একাডেমির যৌথ উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি পঙ্কজ বৈদ্য সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ইন্দু নন্দন দত্ত, অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, ভানুরঞ্জন চক্রবর্তী, মিটুল দাশগুপ্ত, চৌধুরী হাসান মাহামুদ হাসনী, প্রদীপ দাশ, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, মো. খোরশেদ আলম, হাজী মোহাম্মদ সাহাবউদ্দিন, অধ্যাপিকা রেখা আলম চৌধুরী, আবিদা আজাদ, কামাল উদ্দিন, ইসমাইল মঞ্জুর আশরাফী প্রমুখ।
ফটিকছড়ি আওয়ামী লীগ : ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সমাবেশ করেছে ফটিকছড়ি আওয়ামী লীগ। গত ১২ ডিসেম্বর বিবিরহাটে ফটিকছড়ি মুজিব শতবর্ষ উদযাপন পরিষদের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম সিকদার। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম ও যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন তৌহিদুল আলম বাবু, মুহাম্মদ শাহজাহান, হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, এস এম সোলায়মান বিকম, দিদারুল বশর চৌধুরী দুদু, আব্দুস সালাম, আমান উল্লাহ চৌধুরী লিটন, মুহাম্মদ শাহনেওয়াজ, সাজেদা সাফা, সৈয়দা রিফাত আক্তার নিশু, জেবুন্নাহার মুক্তা, হারুনুর রশিদ, মোহাম্মদ আলী সিদ্দিকী, নুর হোসেন, ইসমাইল মজুমদার, হাবিবুর রহমান হাবিব, সাহাদত হোসেন সাজু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅর্থ মন্ত্রণালয়, বিএইচবিএফসি ও চবির মধ্যে সমঝোতা স্বাক্ষর
পরবর্তী নিবন্ধশিক্ষাবিদ অসিত কুমার লালার সৎকারে গাউসিয়া কমিটির সহায়তা