আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেছেন, ভাষার জন্য সংগ্রাম করা, দেশপ্রেম এসব ইসলাম বিরোধী কাজ বলে বিভাজন সৃষ্টি করা হয়েছে। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নতুন প্রজন্মকে বিভ্রান্ত করা হয়েছে, ভুল শিক্ষা দেয়া হয়েছে। আমাদের দেশপ্রেম চেতনার ভিত্তি রচিত হয়েছিল। এই দেশপ্রেম চেতনা অটুট থাকলে দেশ অনেক এগিয়ে যাবে। এই দেশ আমাদের আর এই দেশকেই আমাদের সকলকে অকৃত্রিম ভালবাসতে হবে।গত সোমবার আইআইইউসির অমর একুশের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইইউসির উপ উপাচার্য প্রফেসর ড. মো. মাছরুরুল মাওলা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ও বিওটি সদস্য ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান, শরীয়াহ অনুষদের ডীন প্রফেসর ড. শাকের আলম শওক, ইইই বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সানবিম ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ড. মো. মহিউদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহিল মামুন এবং স্টাফ ডেভলপমেন্ট ও স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী বলেন, বাংলা ভাষার প্রতি মমত্ববোধ থাকতে হবে। একুশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোন আপোষ নেই। বাংলায় আরো গবেষণা হওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি এ কাজে পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সবাই পেশাদারিত্বের পরিচয় দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে গেলে একুশের চেতনাকে সমুন্নত রাখা সম্ভব হবে। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল কুমিরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ মিনারে পুষ্পঅর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভা। মুনাজাত পরিচালনা করেন ড. মুহাম্মদ মাহমুদুল হাসান। প্রেস বিজ্ঞপ্তি












