দেশকে নিয়ে স্বপ্ন দেখি

আলমগীর কবির | বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

লাল সবুজের নিশানটাকে ভালোবাসি কত,

চায়নি ওরা এই পতাকা বুকের ভেতর ক্ষত।

জলপাই রং গাড়ি নিয়ে নেমে আঁধার রাতে,

রায়ের বাজার পীলখানাতে

হত্যাযজ্ঞে মাতে!

শহর নগর পল্লী গাঁয়ে শত বধ্যভূমি,

রক্ত ভেজা ইতিহাসের সত্য জানো তুমি?

রক্তনদী দেখে হঠাৎ মুক্তিসেনা জাগে,

মায়ের মুখের হাসি এবং স্বাধীনতা আগে।

মুক্তিসেনা প্রাণ দিয়েছেন দেশের জন্য হেসে,

লাল সবুজের নিশান পেলাম দীর্ঘ লড়াই শেষে।

দেশকে নিয়ে স্বপ্ন দেখি মুক্তিসেনার মতো,

লাল সবুজের নিশানটাকে

ভালোবাসি কত!

পূর্ববর্তী নিবন্ধলাল-সবুজের বিজয়
পরবর্তী নিবন্ধরংতুলিতে বিজয় দিবস