মাইজভাণ্ডার দরবার শরীফে মইনীয়া যুব ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে হাজারো যুবক জঙ্গিবাদ, মাদক ও যৌতুকের বিরুদ্ধে শপথগ্রহণ করে। এতে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জদানশীন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মাজিআ)। তিনি বলেন, তারুণ্যের শক্তিই পারে সকল ক্ষেত্রে জাতিকে হতাশা ও অনৈতিকতার হাত থেকে রক্ষা করতে। ঘুষ, দুর্নীতিসহ সমাজের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে। তোমাদের মেধা, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভাকে বিকশিত করে দেশকে কাঙ্ক্ষিত সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে। হযরত শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানীর ৫৪ তম খোশরোজ শরীফের প্রথম দিনে আয়োজিত যুব মহাসমাবেশে সভাপতিত্ব করেন মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহ্জাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের কার্যকরী সভাপতি শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন, সিনিয়র সহসভাপতি শাহ্জাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন। অতিথি ও আলোচক ছিলেন মইনীয়া যুব ফোরামের সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম, সাধারণ সম্পাদক খলিফা মোহাম্মদ আসলাম হোসাইন, সহসাধারণ সম্পাদক জিএম রাব্বি, সাংগঠনিক সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুন, প্রচার সম্পাদক শরীফুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক দিদারুল হক রিমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।