দেশ গড়ার পরিকল্পনায় তারেক রহমান ছাত্রদের সম্পৃক্ত করেছেন

বোয়ালখালীতে প্রশিক্ষণ কর্মশালায় এরশাদ উল্লাহ

| মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ১১:৫২ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গত ১৭ জানুয়ারী স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ডা. ফাহাদ ও হৃদয়ের সঞ্চালনায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম৮ আসনের আওতাধীন কলেজ সমূহের ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ। তিনি বলেন, দেশ গড়ার পরিকল্পনায় তারেক রহমান ছাত্রদের সম্পৃক্ত করেছেন। বিএনপির ৩১ দফা কর্মসূচির মধ্যে ৮ দফা ছাত্রদের জন্য নির্ধারণ করেছেন। তিনি বলেন, কর্মশালার প্রশিক্ষণ লব্ধ জ্ঞান সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। কর্মশালায় বিএনপি ঘোষিত ৩১দফা কর্মসূচির আলোকে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড পরিবেশ নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা বিএনপির পরিকল্পনা। এই পরিকল্পনা বাস্তবায়নে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করতে পারে। দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবির সভাপতিতেত্ব উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শওকত আলম, মো. ইসহাক চৌধুরী। বক্তব্য রাখেন কামরুল হোসেন সবুজ, আরেফিন রিয়াদ, শাহাদাত হোসেন, সেকান্দর হোসেন, সাজ্জাদ হোসেন, তাহসিনুল ইসলাম, জহির, ফাহিম আরমান হোসেন, জামশেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মশালা উদ্বোধন