ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন বলেন, ছাত্ররা হচ্ছে দেশ ও জাতির ভাগ্য নির্ধারণের নিয়ামক শক্তি। এযাবতকালের সর্বপ্রকার অর্জনে ছাত্রসমাজের অগ্নিস্ফুলিঙ্গ ভূমিকা রয়েছে। জাতীয় জীবনে একটি আদর্শিক জাতিসত্তা ও সকলের বাসযোগ্য স্বনির্ভর সোনার বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদেরকে ত্রাতার ভূমিকায় এগিয়ে আসতে হবে। ইসলামী ছাত্রসেনার আদর্শিক কর্মীদর এই গুরু দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গত ২৬ সেপ্টেম্বর চেরাগী পাহাড়স্থ মিলনায়তনে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ রাশেদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট নেতা কাজী মফিজুর রহমান, ওয়াহেদ মুরাদ, মঈনুদ্দিন চৌধুরী হালিম, মাওলানা মহিউদ্দীন তাহেরি, যুব ফ্রন্ট মহানগর সভাপতি সাইফুল ইসলাম লিটন, আহমেদ রেজা, কামরুল হাসান শাকিল।
প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন, ছাত্রসেনা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তারেক হাসান সানি দেওয়ান। বক্তব্য দেন, ছাত্রসেনা দক্ষিণ জেলা সভাপতি মাসরুর রহমান, সাধারণ সম্পাদক এইচ এম ফোরকান উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।