ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ধর্মে কোন হিংসা–বিদ্বেষ নেই। ধর্মের মূল কথাই হচ্ছে মানব সেবা। পরকালে শান্তি পেতে হলে মানুষের কল্যাণে নিজেকে আত্ম নিয়োজিত করতে হবে। প্রত্যেক মানুষকে মৃত্যুর পর তার কর্মের ওপর হিসাব দিতে হবে। জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী থেকে শুরু করে প্রত্যেক শ্রেণি পেশার মানুষকে নিজ নিজ দায়িত্ব ও কর্ম সম্পর্কে কঠিন হিসাব দিতে হবে। তাই পরকালের প্রস্তুতি হিসেবে সততার সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।
গতকাল শুক্রবার উপজেলার বটতলী ইউনিয়নের আইর মঙ্গল (মাইজ পাড়া) জামে মসজিদে জুমার নামাজে উপস্থিত হয়ে মুসল্লীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, সামাজিক অপরাধ থেকে নিজেদের বিরত রাখুন, এলাকায় কোনো ধরনের অন্যায় বিশৃঙ্খলা করবেন না। নামাজ মানুষকে আত্মশুদ্ধি করে। নামাজ পড়ে মানুষের ক্ষতি করলে আপনার নামাজ কবুল হবে না। এসময় মন্ত্রী আমলে সালেহ (ভালো কাজ) এবং নফল এবাদতের বিষয়ে সকলকে তাগিদ দেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট ইমরান হোসেন বাবু, উপজেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন, শ্রমিক লীগের সহ–সভাপতি মামুনুর রশীদ, বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. হানিফ, আইরমঙ্গল ওয়ার্ডের সভাপতি ইয়ার মুহাম্মদ, সাধারণ সম্পাদক মো. নাছির প্রমুখ।