দেশ আজ উন্নয়নশীল বিশ্বের কাতারে

সিমেন্ট ডিলার ও মার্চেন্ট গ্রুপের অনুষ্ঠানে মেয়র

| বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৮:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দেশের শিল্প কারখানাগুলো গুণগতমান সম্পন্ন নির্মাণ সামগ্রী উৎপাদন করছে বলেই দেশ আজ উন্নয়নশীল বিশ্বের কাতারে এসে পৌঁছোতে সক্ষম হয়েছে। তিনি শিল্প কারখানা মালিকদের আরো আন্তরিক হয়ে নির্মাণ সামগ্রী উৎপাদন বাড়াতে আহ্বান জানান।
গত শনিবার কঙবাজারের একটি হোটেলে চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার ও মার্চেন্ট গ্রুপের মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠকের সভাপতি আশফাক আহমেদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন কঙবাজার সিটি মেয়র মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন ইফতেখার আলম সিদ্দিকী, শামসুদ্দিন চৌধুরী, মেহেদী হাসান চৌধুরী, আবুল মনছুর চৌধুরী, বেলালুর রহমান, মো. জয়নাল আবেদীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ফসলি জমির মাটি বহনের দায়ে জরিমানা
পরবর্তী নিবন্ধনারীর জন্য চাই সর্বত্র সমান সুযোগ