দেরি হওয়ার আগেই সমাধান বের করতে হবে

রোহিঙ্গা সঙ্কট নিয়ে ইউনূস

| শনিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৫৪ পূর্বাহ্ণ

রোহিঙ্গা সঙ্কটের দ্রুত সমাধানের জোর দিয়েছেন বাংলাদেশের অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে গত বৃহস্পতিবার জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন, জানিয়েছে বিএসএস। এ সময় গ্র্যান্ডি সঙ্কট মোকাবিলায় একটি নতুন পদ্ধতির আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের আশ্রয় শিবিরে থাকা দশ লাখেরও বেশি রোহিঙ্গার দুর্দশা অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো বেশি কিছু করা উচিত। তিনি বলেন, অধ্যাপক ইউনূস বাংলাদেশের নতুন নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্বব্যাপী আগ্রহ বেড়েছে। তিনি আশা প্রকাশ করেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তায় আরো অর্থায়ন হবে। খবর বিডিনিউজের।

বিশ্ব ব্যাংকের ৭০০ মিলিয়ন ডলার একটি ভাল সূচনা বিন্দু’ উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘ রোহিঙ্গা শিশুদের শিক্ষার জন্য আরো সহায়তা করতে প্রস্তুত রয়েছে। মুহাম্মদ ইউনূস সংকটের দ্রুত সমাধান খুঁজে বের করার এবং বাংলাদেশের আশ্রয় শিবিরে বেড়ে ওঠা লাখ লাখ রোহিঙ্গা শিশুর ভবিষ্যতের জন্য আরো বেশি কিছু করার ওপর জোর দেন। তিনি বলেন, খুব দেরি হওয়ার আগেই আমাদের এর সমাধান করতে হবে। আমাদের একটি সমাধান খুঁজে বের করতে হবে।

আইএলও মহাপরিচালক গিলবার্ট হুংবোও বৃহস্পতিবার একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। হুংবো বাংলাদেশে আইএলও কনভেনশন বাস্তবায়নের জন্য অন্তর্র্বর্তী সরকারের পদক্ষেপে জাতিসংঘের শ্রম সংস্থার সহায়তার প্রস্তাব দিয়ে বলেন, আমরা আপনাকে সহায়তায় প্রস্তুত আছি। তিনি বলেন, যদি কখনও প্রয়োজন হয় আইএলও তার আহ্বানে সাড়া দেবে।

পূর্ববর্তী নিবন্ধভালো নেই শহরের একটি সড়কও
পরবর্তী নিবন্ধবাংলাদেশের অভ্যুত্থান প্রেরণা যোগাবে বিশ্বকে