দেবরসহ রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী ফাতেমা গ্রেপ্তার

৯৫ হাজার ইয়াবা, জাল ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

টেকনাফে সহযোগী দেবরসহ রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী ফাতেমাকে গ্রেপ্তার করেছে র‌্যাব১৫ এর সদস্যরা। এসময় ৯৫ হাজার ইয়াবা, ৮৬ হাজার জাল টাকা ও ইয়াবা বিক্রির নগদ ৩ লাখ ৮৪ হাজার টাকা জব্দ করা হয়। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ পৌর এলাকার খানকার ডেইল এলাকায় বসতবাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।

গতকাল বুধবার বিকেলে র‌্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশব্যাপী ইয়াবা সাপ্লায়ার রোহিঙ্গা নারী কানিজ ফাতেমা (৩১)কে আটক করা হয়। এ সময় তার অন্যতম সহযোগী দেবর ইমাম হোসেনের ছেলে নাছির উদ্দিন পিন্টু (২৯) কে আটক করা হয়। এছাড়া পালিয়ে যান অপর তিন সহযোগী আটক ফাতেমার (রোহিঙ্গা) স্বামী জয়নাল আবেদীন (৩৭), মকতুল হোছনের ছেলে আব্দুল আজিজ (৩১) ও আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ আয়াছ (২৫)। গ্রেপ্তারের পর ফাতেমা ও পিন্টুর স্বীকারোক্তিমতে তাদের হেফাজত থেকে মোট ৯৫ হাজার ৬ শত ৭০ পিস ইয়াবা ও ৮৬ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরো জব্দ করা হয় ইয়াবা বিক্রির নগদ ৩ লক্ষ ৮৪ হাজার টাকা। গত মঙ্গলবার ফাতেমা, পিন্টুসহ পলাতক ব্যক্তিরা ঘটনাস্থলে ইয়াবা পাইকারি কেনাবেচার উদ্দেশ্যে জড়ো হলে র‌্যাব সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। এ সময় অন্য তিনজন র‌্যাবের উপস্থিতি আঁচ করতে পেরে দৌড়ে পালিয়ে যায়। আটক ও পলাতকদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে পুকুর ভরাটে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় গণধর্ষণ মামলার প্রধান আসামি রকি গ্রেপ্তার