দেখার কেউ নেই

ফুটপাত দখল

| শনিবার , ৯ অক্টোবর, ২০২১ at ৬:৩৪ পূর্বাহ্ণ

রাস্তার দুই ধারে ফুটপাত রাখা হয় সর্বসাধারণের চলাচলের জন্য কিন্তু ফুটপাত ব্যবহার করা হচ্ছে ভাসমান দোকান, ময়লা আবর্জনা ফেলা ও গাড়ি পার্কিং করার জন্য। স্থানীয় নেতা, মাস্তানদের কিছু টাকা দিলেই কেল্লা ফতে। সবচেয়ে দুঃখের বিষয় তাদের সাহায্য করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ। ফুটপাত দখলের কারণে সড়কের প্রশস্ততা কমে যায়, গাড়ি চলাচলে সমস্যা এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। হাঁটার জায়গা না পেয়ে সাধারণ মানুষ মহাসড়ক দিয়ে হাঁটতে বাধ্য হয় ফলশ্রুতিতে ঘটে মারাত্মক দুর্ঘটনা। যারা ফুটপাতে দোকান নিয়ে বসে তাদের সাথে বারবার উচ্ছেদের খেলা না খেলে স্থায়ীভাবে স্বল্পমূল্যে দোকানের ব্যবস্থা করা যেতে পারে, এতে তারা অর্থনীতি খাতে ইতিবাচক অবদান রাখবে। গাড়ি পার্কিং ও ময়লা আবর্জনা ফেলার জন্য আলাদা জায়গা নির্ধারণ করতে হবে, তবে খেয়াল রাখা প্রয়োজন পরিবেশ যেন কোনোভাবে দূষিত না হয়।

ইস্রাফিল আকন্দ রুদ্র
শিমুলতলী, গাজীপুর

পূর্ববর্তী নিবন্ধচে গুয়েভারা : বিপ্লবের জীবন্ত আইকন
পরবর্তী নিবন্ধউৎসবের আনন্দে উদ্ভাসিত হোক জীবন