এ যাত্রায় বেঁচে গেলে তোর সাথেই দেখা করব।
বিকেল বেলায় রেস্তোরাঁতে, ধোয়া ওঠা চায়ের কাপে,
তোর সাথেই তুমুল আড্ডা দেবো।
চৈত্র শেষে বৈশাখ এলে, লাল চুড়ি টিপ কপালে,
তোর সাথেই ঘুরতে যাবো।
নাড়ু,মুড়ি মুঠোয় নিয়ে, মাতাল হাওয়ায় চুল উড়িয়ে,
নাগরদোলায় চড়বো।
পথের ধারে ফুচকা খাবো, নিম ফুলের সুবাস নেবো,
কষ্টটাকে আড়াল করে নতুন দিনের গান শোনাবো।
কিংবা যদি বর্ষা আসে, তপ্ত পৃথিবী তুমুল হাসে,
তোর সাথেই ভিজতে যাবো,
আদ্যোপান্ত ভিজে এবার মুক্তি স্নানে সূচি হব।
থাক না তবে কিছুই না হোক,তবুও তো দেখা পাবো,
এতদিনের না পাওয়া সব এক দেখাতেই পুষিয়ে নেবো।
এ যাত্রায় বেঁচে গেলে বাক্সবন্দী জীবনটাকে –
নতুন করে শুধরে নেবো।
লেনাদেনা র হিসেব নিকেশ এক তুড়িতেই চুকিয়ে দেবো।
এ যাত্রায় বাঁচি যদি, প্রাণ খুলে কথা বলবো,
অস্তরাগে আবীর মেখে তোর দুগালে চুমু খাবো।
শুক্লা চাঁদের এক তিথিতে তোর কোলেতে মাথা রেখে-
পরম সুখে হারিয়ে যাবো।