মশা খুঁজে বেড়ায়– কোথায় শূল ফোটানো যায় আর মৌমাছি খুঁজে বেড়ায়– মধু আছে। দুই শ্রেণীর পতঙ্গ দেখতে কাছাকাছি হলেও এদের একজন দোষ অণ্বেষণকারী এবং আর একজন ভাল বস্তু সংগ্রহকারী। একইভাবে, সকল মানুষকে চোখের সামনে দেখতে ভাল মনে হলেও এদের মধ্যেও অনেক বদমাইশ আছে যারা শুধু দোষ খুঁজেই বেড়ায় আর বদনাম করে আত্মতৃপ্ত হয়ে নিজেকে সন্তুষ্ট করে রাখে।