দেওয়ানহাটে আরবান কমিউনিটি ভলান্টিয়াদের প্রশিক্ষণ শুরু

| বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

সেভ দ্য চিলড্রেন এর সহায়তায় ইপসা প্রয়াস-২ প্রকল্পের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্বারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮ নং শুলকবহর ওয়ার্ডের ৫০ সদস্য বিশিষ্ট আরবান কমিউনিটি ভলান্টিয়ারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বেলা ১০টার দিকে নগরীর দেওয়ানহাটে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ে তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক শামীম আহসান চোধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮ নং শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আলম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসীম, ইপসা’র পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী, ইপসা প্রয়াস-২ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সানজিদা আক্তার প্রমুখ। সভা সঞ্চালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিউটন দাস। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধশিক্ষকরা আলোকিত মানুষ গড়ার কারিগর
পরবর্তী নিবন্ধশমেরাজ খাতুন