দেওয়ানহাট ফ্লাইওভার সংস্কার প্রয়োজন

| শনিবার , ১২ নভেম্বর, ২০২২ at ৭:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর দেওয়ান হাট ফ্লাইওভারের বয়স এখন আনুমানিক ১০ বছর পেরিয়ে গেছে। নির্মাণের দশ বছরে এসে ফ্লাইওভারটির সড়ক এখন যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ফ্লাইওভারের উপরে পুরো সড়ক এখন খানাখন্দে ভরা। খানাখন্দে ভরা ফ্লাইওভার দিয়েই প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করছে। বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি। ফ্লাইওভারের সড়কটির কার্পেটিং ভেঙে সৃষ্টি হওয়া গর্তগুলো ইট দিয়ে কিছুটা মেরামতের দৃশ্য দেখা গেলেও ফ্লাইওভারের সড়কটিকে সংস্কারে নেই বিশেষ কোনো পদক্ষেপ। ফ্লাইওভারের সড়কটির বেহাল দশার কারণে একদিকে যেমন যানজটের সৃষ্টি হয় অন্যদিকে ঘটছে দুর্ঘটনা। শুধু তাই নয় খানাখন্দভরা এই সড়কটি দিয়ে গাড়ি চালাতে গিয়ে নষ্ট হচ্ছে যানবাহন। দ্রুত সংস্কার না হলে ফ্লাইওভারের সড়কটি মৃত্যুফাঁদ হয়ে উঠবে। তাই ফ্লাইওভারটি সংস্কারে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ জরুরি।
আরিফুল ইসলাম তামিম
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল
ইউনিভার্সিটি, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধঅজিতকুমার গুহ : কীর্তিমান রবীন্দ্রগবেষক
পরবর্তী নিবন্ধহে নবীন; জাগো!