দেওয়ানজী পুকুর লেইন সৎসঙ্গ আশ্রমে ধর্মসম্মেলন

| শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৪৫ পূর্বাহ্ণ

ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ চট্টগ্রাম জেলার উদ্যোগে ঠাকুর অনুকূলচন্দ্রের স্মরণ মহোৎসব উপলক্ষে ১ম দিবসে ধর্মসম্মেলন গতকাল শুক্রবার নগরীর রহমতগঞ্জস্থ দেওয়ানজী পুকুর লেইন সৎসঙ্গ আশ্রমে অনুষ্ঠিত হয়।

 

সৎসঙ্গ চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক সুধীর বিকাশ দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর অঞ্জন নন্দী। সৎসঙ্গ চট্টগ্রাম জেলার সম্পাদক চন্দনময় নন্দী টিটুর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক প্রলয় মজুমদার। বিশেষ অতিথি ছিলেন হিমাইতপুর কেন্দ্রীয় সৎসঙ্গের সহসভাপতি জগদীশ দেবনাথ, সৎসঙ্গ ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত দেবনাথ, নারায়ণগঞ্জ জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা।

স্বাগত বক্তব্য দেন, উৎসব উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক প্রকৌশলী অশোক দাশ ও সদস্য সচিব উজ্জ্বল দত্ত। সকালে ১ম পর্বের কর্মসূচির মধ্যে ছিলসমবেত প্রার্থনা, শিশুকিশোরদের কুইজ প্রতিযোগিতা, ঠাকুরের পূজা, লীলা কীর্ত্তন, সৎসঙ্গ শিক্ষাবৃত্তি প্রদান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুগ সমস্যার সমাধানে ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব এই বাংলাদেশে। তাই এই বাংলার মাটি পুতঃ পবিত্র। বিশ্ববাসী আজ অনুকূলীয় ভাবধারায় উদ্ভাসিত। আসুন আমরা প্রতি প্রত্যেকেই বেঁচে ও বাড়তে তার অনুশাসনবাদ মেনে চলে জীবনকে কুশমান্বিত করে তুলি। সাথে সাথে আচার্যকেন্দ্রিক সৎসঙ্গে ব্রতী হই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম একাডেমিতে ‘মাতি আনন্দে কবিতা ছন্দে’ শীর্ষক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় কারিগরি প্রশিক্ষণের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ