নগরীর দেওয়ানহাট মোড় এলাকার আরমান হোটেলের পাশের একটি মোটর গ্যারেজের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে আনুমানিক ৫০ লাখ টাকার মালামাল। তবে এতে কেউ হতাহত হয়নি। গত মঙ্গলবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের কর্মকর্তা কফিল উদ্দিন।