দৃষ্টির বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা

| রবিবার , ১৭ এপ্রিল, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

দৃষ্টি স্কুল অফ ডিবেটের শিক্ষার্থীদের অংশগ্রহণে বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা গতকাল শনিবার দৃষ্টির সাফিয়া গাজী রহমান লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়। ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা’ এই বিষয় নিয়ে বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে সুস্মিতা চৌধুরী, দ্বিতীয় হয়েছে হুরে জান্নাত মিম্বর, তৃতীয় ও চতুর্থ স্থান পেয়েছে যথাক্রমে ইসফার তাসনিয়া ও ফারিহা মারইয়াম মাসুদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন দৃষ্টির সহ সভাপতি বনকুসুম বড়ুয়া নূপুর, ঢাবি এফ রহমান হল বিতর্ক ক্লাবের সাবেক সাধারণ সমপাদক জুনায়েদ মুফরাদ মৌসুম। দৃষ্টির সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, হোসাইন সামি, জিকু দাশ ও হাসান মাহাদী।
সভাপতির বক্তব্যে মাসুদ বকুল বলেন, দৃষ্টি চট্টগ্রাম সর্বদা যুক্তি ও সাহিত্য চর্চার জন্য নিয়োজিত। আমাদের বিশ্বাস আগামীর সমাজ সুন্দর ও সুস’ মনমানসিকতার হবে তোমাদের মাধ্যমেই। প্রাক্তন বিতার্কিক জুনায়েদ মুফরাদ মৌসুম বলেন, ব্যাক্তি হিসেবে নিজেকে সবার থেকে আলাদা করে গড়ে তোলার এক অনন্য মাধ্যম বিতর্ক। এই আয়োজনে যারা অংশ নিয়েছো, তাদের সকলের সুন্দর ভবিষ্যত কামনা রইলো। বনকুসুম বড়ুয়া নূপুর বলেন বিতর্ক চর্চা মানে বক্তার বিকাশ হওয়া। নিয়মিত চর্চার মাধ্যমে নিজেকে সাংস্কৃতিক ও যুক্তির ধারে শাণিত করে তুলতে হবে একজন উপযুক্ত নাগরিক হয়ে গড়ে উঠতে হলে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে কৃষি জমির টপসয়েল কাটায় জরিমানা