দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে রাউজান পৌর মেয়রের ইফতার আয়োজন

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৮:২৭ পূর্বাহ্ণ

রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ দৃষ্টি প্রতিবন্ধি মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে তার দপ্তরে ইফতার করেছেন। গত শনিবার মেয়রের দেয়া এই ইফতার মাহফিলে যোগ দেন জামিয়াতুল শাইখ জমির উদ্দিন আল ইসলামিয়ার ৩০ জন দৃষ্টি প্রতিবন্ধী। এসব প্রতিবন্ধীরা বিশেষ পদ্ধতি অনুসরণ করে ওই মাদরাসায় শিক্ষা গ্রহন করে। ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রতিবন্ধিগণ আল্লাহ রসুল(সাঃ) এর শানে নাত পরিবেশন করেন। তাদের জীবনের গল্প শুনান। মেয়র তার বক্তব্যে বলেন প্রতিবন্ধিরা এখন কারো বোঝা নয়। তারাও মূলধারার মানুষের সাথে সমান ভাবে পাল্লা দিয়ে সবকিছু করতে পারে দৃষ্টিপ্রতিবন্ধিরা এর প্রমান।
তিনি সমাজের সব প্রতিবন্ধীর সুখ দুখের সাথী হয়ে থাকতে চান বলে জানান। ইফতার শেষে মেয়র তাদের হাতে ঈদ উপহার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জানে আলম জনি, নুরুল আলম, আজগর চৌধুরী, সাবের হোসেন, নাছির উদ্দিন, আরফানুল ইসলাম আবির, মিজানুর রহমান, নুর আকায়েদ সাজ্জাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরিহ্যাবের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধরাস্তায় উন্মুক্ত খাবার বিক্রি বন্ধের দাবি