দৃঢ়তার জয় গান : বিবিসি হানড্রেড উইম্যান ২০২৪

সুমাইয়া বিনতে রশিদ | শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

পর্ব ৬

আজকের ষষ্ঠ পর্বে আমরা জানব এমন দশজন নারীর কথা যারা প্রত্যেকেই তাদের নিজনিজ ক্ষেত্রে অনন্য। তাদের কেউ বনরক্ষী, কেউ শিশু বিশেষজ্ঞ, কেউ রাজনীতিবীদ, কেউবা উদ্যোক্তা কিংবা আমাজনের জীববিজ্ঞানী! চলুন তাহলে শুরু করি আজকের পর্ব যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতা ক্যামি ব্যাডেনকের সাথে।

কনজারভেটিভ পার্টির নেতা ক্যামি ব্যাডেনক, যুক্তরাজ্য

গত নভেম্বরে ক্যামি ব্যাডেনক যুক্তরাজ্যের একটি প্রধান রাজনৈতিক দলের প্রথম কৃষ্ণাঙ্গ নারীনেতা নির্বাচিত হয়েছেন। বর্তমানে নর্থ ওয়েস্ট এসেক্স থেকে সংসদ সদস্য, ইতপূর্বে ছিলেন বাণিজ্য সচিব এবং নারী ও সমতা বিষয়ক মন্ত্রী। নাইজেরিয়ান বাবামায়ের ঘরে জন্মগ্রহণ করেন ক্যামি। বেড়ে ওঠা নাইজেরিয়র লেগোস এবং আমেরিকায়। নাইজেরিয়ার রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থার অবনতির কারণে ষোল বছর বয়সে যুক্তরাজ্যে চলে আসেন এবং কম্পিউটার ইঞ্জিনিয়রিং ও আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে আসার আগে, তিনি বেসরকারি ব্যাংক কাউটসের সহযোগী পরিচালক এবং দ্য স্পেকটেটর ম্যাগাজিনের ডিজিটাল ডিরেক্টর ছিলেন।

গ্রামপ্রধান এবং বনরক্ষা কর্মী নেজলা ইশিক, তুরস্ক

তুরস্কের পশ্চিমাঞ্চলের ইকিজকয় এলাকার নবনির্বাচিত প্রধান এবং কৃষক নেজলা ইশিক পাঁচ বছর ধরে বনাঞ্চল ধ্বংসের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। কয়লাখনি সম্প্রসারনের প্রস্তাবে যখন আকবেলেন জঙ্গল হুমকির মুখে পড়ে, ইশিক এবং স্থানীয় নারীরা তখন জমি পরিষ্কারের জন্য কাঠ কাটার কাজ বন্ধ করতে মামলা এবং বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে লড়াই শুরু করেন। বনরক্ষার জন্য পুলিশের সাথে সংঘর্ষে মুখোমুখি হলেও ইশিক এবং স্থানীয়রা নানাবিধ চ্যালেঞ্জ এবং হুমকির মুখে দৃঢ় অবস্থানে থাকার প্রতিজ্ঞা করেন। বনাঞ্চলে প্রবেশের জন্য জরিমানা করা হলেও (অবশ্য পরে তা বাতিল হয়), তারা লড়াই চালিয়ে যান।

অভিবাসন অধিকারকর্মী গার্লিন এম জোসেফ, হাইতি

যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং জাতিগত বা শ্রেণি ক্ষমতার কেন্দ্রভাগে কাজ করছেন গার্লিন এম. জোসেফ, অভিবাসীদের অধিকার নিয়ে প্রচারণা চালাচ্ছেন। তিনি নারীনেতৃত্বাধীন হাইতিয়ান ব্রিজ এলায়েন্সের প্রতিষ্ঠাতা, যা আফ্রিকান বংশোদ্ভূত মানুষদের নিয়ে কাজ করে। তার নেতৃত্বে, সে এলায়েন্স এই বছর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে। কারণ ট্রাম্প ওহাইওর স্প্রিংফিল্ডে নির্বাচনী প্রচারণা চলাকালে হাইতিয়ান অভিবাসীদের “পোষা প্রাণী ভক্ষনের” ভিত্তিহীন দাবি করেছিলেন। জোসেফ দীর্ঘদিন ধরে হাইতিয়ানদের বিতাড়িতকরণের বিরুদ্ধে একজন সোচ্চার সমালোচক। তার সংস্থা বাইডেন প্রশাসনকে আহ্বান জানিয়েছিল, যারা তাদের নিজ ভূমিতে বিভিন্ন সহিংসতার কারণে পালিয়ে আশ্রয় চাইতে আসছেন, তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো বন্ধ করতে হবে। যদিও সম্প্রতি ট্রাম্প পুননির্বাচিত হওয়ায় সে আশার গুড়ে বালিই দেখা যাচ্ছে!

প্রজনন অধিকার আইনজীবী আমান্ডা জুরাওস্কি, যুক্তরাষ্ট্র

২০২২ সালের আগস্টে আমান্ডা জুরাওস্কি জানতে পারেন যে তার গর্ভের পানি আগেই ফেটে গেছে এবং ডাক্তাররা জানান গর্ভস্থিত ভ্রুণটিও বাঁচবে না। টেক্সাসের বাসিন্দা জুরাওস্কি তখন গর্ভপাতের অনুমতি পাননি। কারণ সুপ্রিম কোর্টে রো বনাম ওয়েড মামলার রায় বাতিল হওয়ার পর সেখানে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছিল। তিন দিন পর তিনি সেপটিক শকে পড়েন। তার জীবন ঝুঁকির মধ্যে পড়লে শেষ পর্যন্ত গর্ভপাত করানোর অনুমতি দেওয়া হয় তাকে। ২০২৩ সালের মার্চ মাসে, জুরাওস্কি এবং আরও ১৯ জন নারী মিলে গর্ভপাত নিষিদ্ধকরণের যে মামলাটি চলমান ছিল তার বিরুদ্ধে টেক্সাসে একটি মামলা দায়ের করেন। যদিও টেক্সাস সুপ্রিম কোর্ট সেই আবদেন প্রত্যাখ্যান করে। জুরাওস্কি এখন দেশে প্রজনন অধিকারের পুনরুদ্ধার ও সুরক্ষার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

প্রতিবন্ধী অধিকার কর্মী রক্সি মারে, যুক্তরাজ্য

একজন প্যানসেক্সুয়াল ব্যক্তি হিসেবে এবং মাল্টিপল সেক্লরোসিস (এমএস) নিয়ে বসবাস করার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন রক্সি মারে। তিনি তার ব্যক্তিগত যোগাযোগ এবং সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ব্যবহার করে দীর্ঘস্থায়ী অসুস্থ ব্যক্তিদের ক্ষমতায়ন করেন এবং চিকিৎসা, দাতব্য ও কর্পোরেট খাতে এপ্রকার ব্যক্তিদের বাদ দেয়ার প্রবণতাকে চ্যালেঞ্জ জানান। ফ্যাশনের অভিজ্ঞতা ব্যবহার করে মারে মানুষকে হুইল চেয়ার বা ক্রাচের মতো চলাচলের উপযোগী উপকরণ স্টাইলের সাথে ব্যবহার করতে সহায়তা করেন। একই সাথে সংখ্যালঘু ও বিভিন্ন জাতিগত গোষ্ঠী থেকে আসা প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকাশ্যে আনতে করতে কাজ করেন। তিনি “দ্য সিক অ্যান্ড সিকেনিং” পডকাস্টের প্রতিষ্ঠাতা, যেখানে প্রতিবন্ধকতা এবং অসুস্থতা নিয়ে খোলামেলাভাবে গল্প শেয়ার করা হয়। পেইন ম্যানেজম্যান্ট থেকে শুরু করে যৌন স্বাস্থ্য এবং শরীর ও যৌনতার ইতিবাচকতা নিয়েও সেই শোতে আলোচনা করা হয়।

চিকিৎসক এবং রাজনৈতিক কর্মী মাহরাং বালোচ, পাকিস্তান

গতবছর পাকিস্তান জুড়ে বিক্ষোভে অংশ নেওয়া শত শত নারীদের একজন মাহরাং বালোচ, যিনি বেলুচিস্তান প্রদেশে জোরপূর্বক গুমের অভিযোগ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। তার বাবাকে ২০০৯ সালে নিরাপত্তা রক্ষীরা ধরে নিয়ে যায় এবং এর দুই বছর পরে শরীরে নির্যাতনের চিহ্নসহ তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মূলত এর পর থেকেই ন্যায়বিচারের দাবি নিয়ে মোচ্চার মাহরাং। ২০২৩ সালের শেষের দিকে, শত শত পরিবারের গুম হয়ে যাওয়া সদস্যদের অবস্থান সম্পর্কে তথ্য জানতে চেয়ে হাজারো নারীকে নেতৃত্ব দিয়ে প্রায় ১,০০০ মাইল (,৬০০ কিমি) দীর্ঘ পদযাত্রা করে রাজধানী ইসলামাবাদের দিকে যাত্রা শুরু করেন মাহরাং। এই যাত্রার সময় তাকে দু’বার গ্রেপ্তার করা হয়। বেলুচিস্তান প্রদেশের প্রতিবাদকারীরা দাবি করেন, তাদের প্রিয়জনদের পাকিস্তনি নিরাপত্তা বাহিনী পাল্টা বিদ্রোহ দমনের নামে ধরে নিয়ে হত্যা করেছে, যদিও ইসলামাবাদ কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। এই চিকিৎসক এরপর থেকে তার নিজের মানবাধিকার সংগঠন বেলোচ ইয়াকজেহতি (ঐক্য) কমিটির অধীনে একজন বিশিষ্ট অধিকার কর্মী হয়ে উঠেছেন। মানবাধিকার বিষয়ে তার কাজ ২০২৪ সালের ‘টাইম হান্ড্রেড নেক্সট’ তালিকায়ও স্বীকৃতি পেয়েছে।

ফেমউেেদ্যাক্তা নূর ইমাম, মিশর

যৌন স্বাস্থ্য বিষয়ক শিক্ষাবিদ নূর ইমাম মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় নারীদের জন্য মাসিক স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং যৌন সচেতনতার মতো প্রায় নিষিদ্ধ বিষয় বস্তু নিয়ে কাজ করেন। তিনি মাদারবিং নামের একটি ফেমটেক (নারী প্রযুক্তি) কোম্পানির সহপ্রতিষ্ঠাতা এবং সিইও। এটি কায়রোর একটি ক্লিনিক এবং একই সাথে ডিজিটাল প্ল্যাটফর্ম যার মাধ্যমে বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করা হয়ে থাকে। প্রযুক্তির মাধ্যমে নারীদের স্বাস্থ্যসেবায় সুযোগ বাড়ানোই এটির উদ্দেশ্য।

শিশু বিশেষজ্ঞ শিরীন আবেদ, ফিলিস্তিন

ইসরায়েলি বিমান হামলা এবং সম্পদের তীব্র অভাবও শিরীন আবেদকে গাজায় নবজাতকদের যত্ন নেওয়া থেকে থামাতে পারেনি। ২০২৩ সালে ইসরায়েলগাজা যুদ্ধ শুরু হওয়ার পর তার ফ্ল্যাট বোমায় ধ্বংস হয়ে গেলে তিনি বাস্তুচ্যুত হয়ে পড়েন। কিন্তু এর মধ্যেই নবজাতক বিশেষজ্ঞ হিসেবে তিনি কাছাকাছি শরণার্থী ক্যাম্পে শিশুদের যত্ন নিতে থাকেন। গাজার প্রধান হাসপাতালগুলোর নবজাতক ইউনিটে কাজের বহু বছরের অভিজ্ঞতার ওপর নির্ভর করে আলশিফা মেডিক্যাল কমপ্লেক্সের প্রসূতি কেন্দ্রের পরিচালক হিসেবে তিনি সীমিত সম্পদ নিয়েই জীবন রক্ষাকারী চিকিৎসা নিশ্চিত করার জন্য একটি জরুরি প্রোটোকল তৈরি করেন এবং অন্যান্য চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান করেন। যদিও ২০২৪এর শেষের দিকে তিনি তার দুই কন্যাসন্তানকে নিয়ে গাজা ছাড়তে বাধ্য হয়েছেন। তবে তিনি এখনও স্থানীয় চিকিৎসকদের দূর থেকে সহায়তা করে যাচ্ছেন।

উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার, যুক্তরাজ্য

গত জুলাইয়ের সাধারণ নির্বাচনের পরে উপপ্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন অ্যাঞ্জেলা রেনার। স্টকপোর্টে জন্মগ্রহণ এবং বেড়ে ওঠা রেনার অল্প বয়স থেকেই মায়ের দেখাশোনা করতেন এবং ১৬ বছর বয়সে গর্ভবতী অবস্থায় স্কুল ছাড়তে বাধ্য হন। তিনি স্থানীয় কাউন্সিলে সামাজিক সেবা বিভাগে কাজ শুরু করেছিলেন এবং পরে ট্রেড ইউনিয়নের প্রতিনিধি হন। ২০১৫ সালে অ্যাশটনআন্ডারলাইনের প্রথম নারী প্রতিনিধি হিসেবে তিনি লেবার পার্টির এমপি নির্বাচিত হন। পরে ‘নারী ও সমতা’ প্যানেলের ছায়ামন্ত্রীসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

রাসায়নিক জীববিজ্ঞানী রোসা ভাসকেজ এসপিনোজা, পেরু

বিজ্ঞানী রোসা ভাসকেজ এসপিনোজা তার দাদীর ঐতিহ্যবাহী চিকিৎসার জ্ঞানকে কাজে লাগিয়ে বিজ্ঞান ও ঐতিহ্যের সমন্বয় ঘটিয়ে পেরুর আমাজন রেইনফরেস্টের জীববৈচিত্র রক্ষায় কাজ করছেন। তিনি জঙ্গলের জীববৈচিত্র খুঁজতে আমাজন রিসার্চ ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেছেন এবং আদিবাসী সমপ্রদায়কে এর সঙ্গে যুক্ত করছেন। পৃথিবীর একেবারে বিচ্ছিন্ন এবং দূরবর্তী অঞ্চলে ভ্রমণ করেছেন তিনি এবং আমাজনের বিখ্যাত ‘বয়েলিং রিভার’ বা ফুটন্ত নদীতে নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন। এছাড়ও পেরুর হুল না ফোটানো মৌমাছি এবং ঔষধি মধুর প্রথম রাসায়নিক বিশ্লেষণ পরিচালনা করেছেন। তিনি দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহত্তম আদিবাসী গোষ্ঠী ‘আষানিংকা’ গোষ্ঠীর আন্তর্জাতিক দূতও।

ক্রমশ

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধশিল্পসাহিত্যে উপেক্ষিত নারীর সাফল্য ও অর্জন