দৃঢ়তার জয় গান: বিবিসি হানড্রেড উইম্যান ২০২৪

সুমাইয়া বিনতে রশিদ | শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

পর্ব ৫

আজকের পঞ্চম পর্বে আমরা জানব এমন দশজন নারীর কথা যারা প্রত্যেকেই তাদের নিজ নিজ ক্ষেত্রে অনন্য। তাদের কেউ জীববিজ্ঞানী, কেউ চলচ্চিত্র পরিচালক, কেউ রাজনীতিবিদ, কেউবা আইনজীবি কিংবা অন্ত্যেষ্টিক্রিয়ার দায়িত্ব পালনকারী! চলুন তাহলে শুরু করি আজকের পর্ব ফিলিস্তিনি কৃষি প্রকৌশলী ইনাস আলগুল এর সাথে।

কৃষি প্রকৌশলী ইনাস আলগুল, ফিলিস্তিন

যুদ্ধের কারণে গাজায় যখন পানি সংকট দেখা দেয়, ইনাস আলগুল তখন এর সমাধান খুঁজে বের করতে উদ্যোগী হন। কৃষি প্রকৌশলী হিসেবে তিনি কাঠ, কাঁচ ও ত্রিপলসহ পুনর্ব্যবহৃত উপকরণ দিয়ে একটি সৌরশক্তি চালিত লবণাক্ত পানি শোধন যন্ত্র তৈরি করেন, যা সমুদ্রের পানিকে পানযোগ্য করে তুলতে পারে। এই যন্ত্রটি গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিস অঞ্চলের তাঁবুতে বসবাসরত বহু মানুষের জন্য লাইফলাইন হয়ে উঠেছে, যেখানে ইসরায়েলি সামরিক হামলার পর থেকে পানি ও স্যানিটেশন সুবিধাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সাহায্য করতে দৃঢ় প্রতিজ্ঞ আলগুল সৌরশক্তিচালিত কুকারও তৈরি করেছেন এবং গদি ও ব্যাগের মতো জিনিস তৈরি করতে উপকরণ পুনর্ব্যবহারের কৌশল শেখাচ্ছেন।

চলচ্চিত্র নির্মাতা শিন ডেইউ, মায়ানমার

পুরস্কার বিজয়ী ডকুমেন্টারি নির্মাতা শিন ডেইউকে তার লাগেজে ড্রোন বহন করার দায়ে গ্রেফতার করা হয়। সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগে গতবছর তাকে সামরিক শাসিত মিয়ানমারে বিচারের মুখোমুখি করা হয়। একটি কার্যত একপাক্ষিক আদালতে, তাকে কোনও উকিল বা আইনি সহায়তা না দিয়ে, তার কোনও কথা না শুনে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়! শিন ডেইউ ১৯৮৮ সাল থেকে সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ মুখর এবং আটক হওয়া তার জন্য নতুন কিছু না। তিনি এক ডজনেরও বেশি ছোট ছোট ডকুমেন্টারি পরিচালনা করেছেন যেগুলি আন্তর্জাতিকভাবে মনোযোগ আকর্ষণ করেছে। ২০০৭ সালের গণতন্ত্রের পক্ষে করা তার একটি প্রতিবাদী চলচ্চিত্র রয়েছে, যেখানে হাজার হাজার বৌদ্ধ ভিক্ষুদেরকে জান্তা বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদে যোগ দিতে দেখা যায়।

আইনজীবী রুথ লোপেজ, এল সালভেদর

আইন ও বিচার বিষয়ে উদ্যোগী এবং উদ্যমী মানুষ রুথ লোপেজ, মধ্য আমেরিকায় গণতন্ত্রের উন্নয়ন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্রিস্টোসালের প্রধান আইন কর্মকর্তা। দুর্নীতি দমন, নির্বাচনি আইন ও এল সালভাদরে মানবাধিকারের সংরক্ষণ বিষয়ে কাজ করছেন তিনি। দেশটির সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের একজন কড়া সমালোচক হিসেবে তিনি সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক স্বচ্ছতা ও নাগরিকদের দায়বদ্ধতা উন্নয়নেও কাজ করেন। গত বছরের শুরুতে নাইব বুকেলে দ্বিতীয় বারের মতো এল সালভাদরের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার কাজ আরো পরিচিতি পায়। বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া বুকেলে নিজেকে পরিচয় দিয়ে থাকেন ‘বিশ্বের সবচেয়ে দারুণ স্বৈরাচার’ নামে।

অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনকারী পূজা শর্মা, ভারত

গত তিন বছর ধরে পূজা শর্মা দিল্লিতে অজ্ঞাত মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করে আসছেন। এই কাজের অনুপ্রেরণা তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে পেয়েছেন। তার ভাই মারা গেলে, ভাইয়ের শেষকৃত্য করতে কেউ রাজি হচ্ছিল না দেখে পূজা নিজেই জীবনে প্রথমবারের মতো শেষকৃত্য অনুষ্ঠান পরিচালনা করেন পুজা শর্মা। অবশ্য এই ঘটনার পরপরই পুরোহিত এবং নিজ সমপ্রদায়েরর বড়দের বাধার সম্মুখীন হন, কারণ হিন্দু ধর্মে এই ভূমিকা ঐতিহ্যগতভাবে পুরুষদের জন্যই নির্ধারিত। তবে এই প্রতিকূলতা সত্ত্বেও, ইতমধ্যে তিনি চার হাজারেরও বেশি মানুষের শেষকৃত্য সম্পন্ন করেছেন। এই মৃতদেহগুলোর মধ্যে বিভিন্ন ধর্ম এবং সমপ্রদায়ের মানুষ ছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় তার এই কাজটির ভিডিও শেয়ার করে থাকেন এবং তিনি মনে করেন যে প্রত্যেকেরই মৃত্যুর পর সঠিক মর্যাদা পাওয়া উচিত।

বায়েকেমিস্ট কাতালিন কারিকো, হাঙ্গেরি

হাঙ্গেরিয়ান বায়োকেমিস্ট কাতালিন কারিকোর মডিফাইড মেসেঞ্জার আরএনএ বা mRNA বিষয়ক বিখ্যাত গবেষণা বায়োএনটেক ফাইজার এবং মডার্নার কোভিড১৯ টিকা তৈরিতে ব্যবহৃত হয়েছে। এটি তাঁকে নোবেল পুরস্কার এনে দিয়েছে (সহকর্মী ড্রু ওয়েইসমানের সাথে যৌথভাবে), যা ‘‘মানবস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকির সময়ে ভ্যাকসিন উন্নয়নের নজিরবিহীন গতি’’তে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। mRNA আমাদের ডিএনএ থেকে প্রোটিন তৈরি করে থাকে, তবে এটি অত্যন্ত ভঙ্গুর এবং এটা নিয়ে কাজ করা বেশ কঠিনই। তবে কারিকো নিশ্চিত ছিলেন যে এটি চিকিৎসার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারবে। মহামারীর আগে এই প্রযুক্তি ছিল পরীক্ষামূলক, তবে এখন এটি সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের কাছে কোভিড১৯ থেকে সুরক্ষা প্রদানের জন্য ব্যবহৃত হচ্ছে।

চলচ্চিত্র নির্মাতা, লেখক, গ্যালারি পরিচালক শুয়ান ফুং, ভিয়েতনাম

শুয়ান ইতমধ্যে ভিয়েতনামের দুটি যুদ্ধ দেখেছেন, ষোল বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য ফ্রান্সের বিরুদ্ধে লড়াই করেছেন। ডাক্তার হিসেবে স্নাতক হওয়ার পর তিনি একটি ক্লিনিকের প্রধান হন, পাশপাশি একজন যুদ্ধ সংবাদদাতা এবং ভিয়েতনাম টেলিভিশনের চলচ্চিত্র পরিচালক হন, সময়ে তিনি সাইগনের পতনের মতো ঐতিহাসিক মুহূর্তেরও সাক্ষী হয়েছেন। বাষট্টি বছর বয়সে অবসর নেওয়ার বদলে, তিনি ‘লোটাস গ্যালারি’ পরিচালনা শুররু করেন। এটি হো চি মিন শহরের প্রথম বেসরকারি গ্যালারির মধ্যে একটি যা ভিয়েতনামের শিল্পসংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরতে চায়। তিনি স্থানীয় শিল্পীদের আন্তর্জাতিক খ্যাতি অর্জনে সহায়তা করছেন।

জীববিজ্ঞানী সিলভানা সান্তোস, ব্রাজিল

জীববিজ্ঞানী সিলভানা সান্তোস জেনেটিক্সে তার যুগান্তকারী আবিষ্কারের পুরো কৃতিত্ব কপালগুনে পেয়েছেন বলেই মনে করেন! পিন্টোস শহরের যেখানটায় তিনি থাকতেন সেখানকার রাস্তাতেই এমন একটি পরিবারের সাথে তার পরিচয় হয় যারা একটি অজানা রোগে ভুগছিল।

তিনি ওই পরিবারটির মধ্যে এসপিওএএন সিনড্রোম (স্পাস্টিক প্যারাপ্লেজিয়া, অপটিক অ্যাট্রোফি এবং নিউরোপ্যাথি) নামক একটি বিরল জেনেটিক স্নায়ুবিকাশজনিত রোগ শনাক্ত করেন, যা উত্তরপূর্ব ব্রাজিলে ক্রমাগত প্যারালাইসিস সৃষ্টির কারণ হিসাবে চিহ্নিত। কুড়ি বছর আগে সেরিনহা দোস পিন্টোস শহরে গবেষণা শুরু করার পর থেকে, সান্তোস ওই এলাকার বাসিন্দাদের গুরুত্বপূর্ণ রোগ নির্ণয়ে সহায়তা করেছেন। তিনি বিরল জেনেটিক রোগগুলোর বিস্তার এবং এর সাথে ব্রাজিলের দরিদ্র গ্রামীণ সমাজে ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে বিবাহের সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন।

রাজনীতিবিদ হুয়াং জি, তাইওয়ান

জেণ্ডার সমতা ভিত্তিক কাজের জন্য সমধিক পরিচিত হুয়াং জি গতবছর তাইওয়ানের প্রথম প্রকাশ্যে এলজিবিটিকিউ এবং আইন প্রণেতা হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার রাজনৈতিক কর্মজীবনে, তিনি একক নারী হিসাবে এবং সমকামী দম্পতিদের সন্তান ধারণের চিকিৎসার অধিকার এবং দরিদ্রদের মাসিক ভাতার মতো বিষয়গুলোতে বড় ধরনের আইনি সংস্কার আনয়নের জন্য কাজ করছেন। ২০২৩ সালে, অন্তরাল থেকে প্রকাশ্যে আসার পর যেসব পরিস্থিতির মুখোমুখি তিনি হয়েছেন সে সম্পর্কে খোলাখুলিভাবে কথা বলেছেন। তিনি ডিজিটাল যৌন সহিংসতার বিরুদ্ধে বিদ্যমান আইনটিকে আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন, কারণ তিনি নিজেও ডিপভেইক পর্নোগ্রাফির শিকার।

কম্পিউটার বিজ্ঞানী সাশা লুকিওনি, কানাডা

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (এআই) কল্যাণে দ্রুতবেগে পরিবর্তন হতে থাকা বিশ্বে প্রযুক্তি খাতের ক্রমবর্ধমান কার্বন ফুটপ্রিন্টের বিষয়টি অনেক সময় আড়ালে পড়ে যায়। এআই বিজ্ঞানী সাশা লুকিওনি এমন একটি প্রযুক্তি তৈরি করেছেন যার সাহায্যে ডেভেলপাররা তাদের কার্বন নিঃসরণের পরিমাণ পরিমাপ করতে পারবেন। এটি এরই মধ্যে ১৩ লক্ষ বারের বেশি ডাউনলোড করা হয়েছে। ওপেন সোর্স এআই মডেল নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘হাগিন্স ফেইস’এর জলবায়ু বিষয়ক প্রধান সাশা লুকিওনি। এআইএর টেকসই প্রসারের উন্নয়ন নিশ্চিত করা লুকিওনির লক্ষ্য। তিনি একটি ‘এনার্জি স্টার রেটিং সিস্টেম’ তৈরি করার চেষ্টা করছেন যা জলবায়ুতে এআই স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর প্রভাব পরিমাপ করবে।

শিক্ষক এবং জলবায়ু কর্মী রোজমারি উইডলারওয়াল্টি, সুইজারল্যান্ড

ক্লাইমাসিনিঢরিনেন বা ‘সিনিয়র উইমেন ফর ক্লাইমেট প্রোটেকশনএর সহসভাপতি হিসেবে, রোজমারি উইডলারওয়াল্টি সুইস সরকারের বিরুদ্ধে নয় বছরের আইনি লড়াইয়ের নেতৃত্ব দেন এবং ইউরোপীয় মানবাধিকার আদালতে প্রথম জলবায়ু মামলায় জয়ী হন। কে.জি. স্কুলের শিক্ষিকা এবং কাউন্সেলর উইডলার এবং আন্দোলনরতরা মামলায় যুক্তি দেন যে, জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত তাপপ্রবাহ মোকাবেলায় সুইস সরকারের প্রতিক্রিয় নারীদের স্বাস্থ্য অধিকারে ক্ষতি করেছে, এবং তাদের বয়স ও লৈঙ্গিক অবস্থাকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। সুইস সংসদ পরে এই রায় প্রত্যাখ্যান করলেও এই মামলা জলবায়ু সংক্রান্ত আইনি পদক্ষেপের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

ক্রমশ

পূর্ববর্তী নিবন্ধভূমিকম্প মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি জরুরি
পরবর্তী নিবন্ধআদিমতম পেশা পতিতাবৃত্তি সমাজবাস্তবতারই অংশ