জীবনের গতিপথ একেকজনের একেক ধরণের; যা আমাদের নিকট কখনো ভালো কিংবা মন্দ লাগতে পারে। আসলে জীবনের প্রতিটি ক্ষণেই আমাদের আশপাশ এমনভাবে আঁকড়ে ধরে ধাওয়া দেয় যে, একসময় মনে হয় সত্যিই আমরা খুবই একাকী। কেউই এই পৃথিবীতে সহজে সুখী কিংবা খুশী হতে পারে না, সবারই আপনার আমার মতোন অভিযোগ, অভিমান কিংবা নিংসঙ্গতার উপকরণ বিরাজ করে! কেউ তা ব্যক্তিজীবনে প্রকাশ করে অন্যদের নিকট তুচ্ছতাচ্ছিল্যের মধ্যে পড়ে যায় আবার কেউই তা প্রকাশ না করে কিছুই হয়নি তা ভেবে এগিয়ে যায়। সবারই অপূর্ণতার গল্প আছে যার হিসেব কিংবা তালিকা করতে গেলে পৃষ্ঠার পর পৃষ্ঠা এবং কলমের কালি শেষ হয়ে যাবে। কিন্তু অপূর্ণতার গল্প কিংবা নিসঙ্গতা, অভিমানের গল্প শেষ হবে না। কেউই পরিপূর্ণ নয় আমরা সবাই যুদ্ধের ময়দানে একেকজন সৈনিক, কেউ জিতে উল্লাস করছে আবার কেউবা হেরে পালিয়ে বেড়াচ্ছে। দুনিয়ার সর্বোচ্চ আসনে আসীন হতে হলে বাহাদুর হতে হবে। পিছ–পা হলেই ফসকে যাবে এই জীবন, হৃদয়ের রক্তক্ষরণ হবে তা বন্ধের উপায়ও নিজেকেই বের করতে হবে। কে ভালো কে মন্দ তা বুঝে পথ চলতে হবে। আর যদি বলি চেহারা সেটা শুধু বাহ্যিক রূপ যা দিয়ে ভালোবাসা অর্জন অসম্ভব। হৃদয়ের রক্তক্ষরণ যখন কমবে, মেরামত হয়ে তা কঠিন হবে যদি হৃদয়ের চাবিকাঠি হাতে থাকে তখনই আপনি সফল। চারিদিকের ভালোবাসা, সুখ্যাতি অর্জন করার পরও ভাববেন হয়তো আরো কিছু বাকী আছে! নিষ্প্রাণ হয়ে নয়, কুৎসিত দেখতে নয় বরং ইচ্ছাশক্তি আর ভালো কাজ করার অঙ্গিকার নিয়ে যদি এগিয়ে যাওয়া যায়, দিন শেষে অপরিপূর্ণতা আমাদের আঁকড়ে ধরে দম বন্ধ করার সুযোগ পাবে না।নিজেকে ভালোবাসতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে, আশপাশের সকল অভিযোগ মেনে নিয়ে তা পার করার সীমাহীন দৃঢ় মনোবল থাকতে হবে তবেই হবে মুক্তি।